কাজের দিনে ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট (Metro Service Interruption)। সূত্রের খবর গিরিশ পার্ক থেকে পার্ক স্ট্রিট (Girish Park to Park Street) পর্যন্ত বন্ধ রাখা হয়েছে মেট্রো পরিষেবা (Metro Service)। আধিকারিকরা জানাচ্ছেন বিদ্যুৎ সংযোগে কিছুটা সমস্যা হওয়ায় আপাতত দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর আজ সকাল দশটার কিছু পরে আচমকাই সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে বিদ্যুৎ সংযোগে সমস্যা বুঝতে পারেন চালক। পরবর্তীতে পার্ক স্ট্রিটে ঢোকার আগেও একই ঘটনা ঘটে। আপদকালীন ব্যবস্থা হিসেবে দ্রুত মেট্রো পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা যাচ্ছে। অফিস টাইমে এই বিভ্রাটের জেরে নাকাল নিত্যযাত্রীরা। মেট্রো রেল (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
