Thursday, August 21, 2025

পুলিশ আধিকারিককে ‘খালিস্তানি’ মন্তব্যে শুভেন্দুকে তুলোধনা তৃণমূল নেতৃত্বের, হাইকোর্টের হস্তক্ষেপ দাবি

Date:

সন্দেশখালি যাওয়ার পথে মঙ্গলবার পাগড়ি পরিহিত এক শিখ পুলিশ আধিকারিককে ‘খালিস্তানি’ বলে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন বলে অভিযোগ। যা নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। বিজেপি কর্মীদের এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে আটকানো হয় শুভেন্দু অধিকারী, শংকর ঘোষ, অগ্নিমিত্রা পল-সহ বিজেপি কর্মীদের।
ধামাখালিতে বিজেপি কর্মীদের আটকানোর সময় পুলিশের সঙ্গে বচসা বাধে। অভিযোগ, সেই সময় পুলিশ সুপার যশপ্রীত সিংকে খালিস্তানি বলে কটাক্ষ করেন বিজেপি কর্মীরা। যার তীব্র প্রতিবাদ জানান সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক। প্রশ্ন করেন, কেন আমার ধর্ম নিয়ে মন্তব্য় করছেন? মাথায় পাগড়ি পরিধান করেছি বলেই কি আমি খালিস্তানি হয়ে গেলাম?এই প্রসঙ্গে সাংবাদিক বৈছকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আদালত বিরোধী দলনেতাকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিলেও, শর্ত দেয় যে তিনি কোনও বিতর্কিত মন্তব্য করতে পারবেন না। কিন্তু তিনি যে মন্তব্য করলেন তাতে আদালতের নির্দেশ তিনি অবমাননা করলেন। এর বিরুদ্ধে আদালত যাতে ব্যবস্থা নেয় সেই অনুরোধ করব। তিনি একজন ডিউটিরত পুলিশ আধিকারিককে তার ধর্ম নিয়ে কোনও মন্তব্য করতে পারেন না। বিজেপি ধর্ম নিয়ে যে রাজনীতি করে তা ফের প্রমাণ হয়ে গেল। ধর্মীয় ভেদাভেদ করাটা বিজেপির লক্ষ্য। শান্ত পরিবেশকে বিরোধী দলনেতা উস্কানি দিয়ে অশান্ত করতে চেয়েছেন ইচ্ছাকৃতভাবে।গেরুয়া রঙের চশমা পরে বিভাজনের রাজনীতি করছে বিজেপি।এই ধরনের অসাম্প্রদায়িক মন্তব্য এই বাংলায় চলবে না।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, তৃণমূল কখনও ধর্মীয় ভেদাভেদ করে না। একজন পুলিশ আধিকারিককে তিনি খালিস্তানি বলে তাকে অপমান করেছেন। তার ধর্মীয় ভাবাবেগকে এভাবে আঘাত করার অধিকার কারোর নেই। এই ধরনের মন্তব্যের আমরা তীব্র প্রতিবাদ করছি। বিজেপি শিখদের দেশের প্রতি ভালোবাসা ও বলিদানকে ভুলে গিয়েছে।এই বাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে। তিনি কখনও ধর্মীয় ভেদাভেদকে বরদাস্ত করেন না। বিজেপির বিচ্ছিনতাবাদী রাজনীতি বাংলার মানুষ মানবে না। একজন পুলিশ আধিকারিককে তিনি যে মন্তব্য করেছেন তার জন্য উচ্চ আদালত ব্যবস্থা নিক। এই ধরনের মন্তব্য ধর্মীয় বিভেদ তৈরি করে।

তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ বলেন, ভারতীয় জনতা পার্টি আসলে ভারতীয় জ্বালাও পার্টি। পুলিশ আধিকারিককে যে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা, তাতে ফের স্পষ্ট হয়ে গেল যে ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি। ইতিমধ্যে এর প্রতিবাদে কলকাতায় বিজেপির সদর দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন শিখ সম্প্রদায়ের সদস্যরা। বিজেপির মতে পাগড়ি পরিহিত সকলেই খালিস্তানি!বিজেপির কাজই হল বিভেদ তৈরি করা। এদিন এটা আরও স্পষ্ট হয়ে গেল। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এখানে বিজেপি বিভেদ তৈরি করার চেষ্টা করছে, সেটা আমরা বরদাস্ত করব না।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version