কথা রাখলেন অভিষেক, ২৫ ফেব্রুয়ারি মহেশতলা জল প্রকল্পের উদ্বোধন

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal)পূর্ত দফতরের আর্থিক সহায়তায় অভিষেকের উদ্যোগেই এবার মহেশতলার মানুষের জল সমস্যার সমাধান হতে চলেছে।

যা বলেন তাই করেন, ফের প্রমাণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার চড়িয়াল সেতুর উদ্বোধনে বজবজে উপস্থিত হয়ে অভিষেক জানিয়েছিলেন, দিন ছয়েকের মধ্যেই আবার মহেশতলার জল প্রকল্পের উদ্বোধনে তিনি আসবেন। সেইমতো আগামী ২৫ ফেব্রুয়ারি দুপুরে বজবজ ট্রাঙ্ক রোড এবং মহেশতলায় ৪০ মিলিয়ন গ্যালন পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal)পূর্ত দফতরের আর্থিক সহায়তায় অভিষেকের উদ্যোগেই এবার মহেশতলার মানুষের জল সমস্যার সমাধান হতে চলেছে। সূত্রের খবর জিঞ্জিরা বাজার থেকে বাটা মোড় পর্যন্ত বিবিটি রাস্তার সংস্কারের পর নতুন রূপে মানুষের কাছে তুলে ধরতে চলেছেন সাংসদ।

আগামী রবিবার মহেশতলায় যে প্রকল্পের উদ্বোধন হবে তার মাধ্যমে ৩১ মিলিয়ন গ্যালন জল পাবে মহেশতলা। বজবজ পুরসভা পাবে ৭ মিলিয়ন গ্যালন এবং পুজালি পুরসভা ২ মিলিয়ন গ্যালন জল পাবে। বজবজ পুরসভাতে ওভারহেড জলাধার তৈরির কাজ চলছে। সেই কারণে আপাতত ভূগর্ভস্থ জলাধারে পর্যায়ক্রমে মহেশতলার ওই প্রকল্প থেকে জল পাঠানো হবে। আগামী রবিবার দুপুর ৩টে নাগাদ এই প্রকল্পের উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের সাংসদ। সোমবার অভিষেক বলেন, “আমি সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পর আমি বলেছিলাম, আমি আমার এক্তিয়ার অনুযায়ী, রাস্তা জল কলের সমস্যার সমাধান করব। আমার কাছে যে খবর এসেছে, আমি ব্যবস্থা করেছি।” সেইমতো কথা রাখলেন তিনি।