Tuesday, May 20, 2025

ভোট হিংসায় দ্রুত পদক্ষেপে এয়ার অ্যাম্বুল্যান্স, নির্দেশ নির্বাচন কমিশনের

Date:

প্রত্যন্ত এলাকায় নির্বাচনে হিংসার ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে লোকসভা নির্বাচনে এয়ার অ্যাম্বুল্যান্স তৈরি রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবদের কাছে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে কমিশন। আগে বিভিন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবহার করলেও লোকসভা নির্বাচনে প্রথমবার এয়ার অ্যাম্বুল্যান্স ব্যবহার করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন।

নির্বাচনে হিংসার ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে বিরল নয়। পাশাপাশি দেশের অনেক প্রত্যন্ত এলাকায় ভোটকর্মীদের নিরাপত্তার দিকটিও ভাবা হয়েছে এয়ার অ্যাম্বুল্যান্সের নির্দেশিকা নিয়ে। রাজ্যের মুখ্যসচিবকে ইতিমধ্যেই এবিষয়ে নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে কমিশন। একই চিঠি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো জেলাতেও পৌঁছেছে। উত্তরাখণ্ডের মতো জেলা যেখানে তুষারপাতের সমস্যা থাকে, অথবা মাওবাদী উপদ্রুত ছত্তিশগড়, মধ্যপ্রদেশে এই অ্যাম্বুল্যান্স রাখা হয়েছিল সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে।

রাজ্য সরকার সম্প্রতি গঙ্গাসাগর মেলার সময় একটি বেসরকারি সংস্থার থেকে এয়ার অ্যাম্বুল্যান্স নিয়ে ব্যবহার করেছিল। নির্বাচন কমিশনের নির্দেশের পর সেই সংস্থার সঙ্গেই যোগাযোগ করা হবে। সরাসরি কমিশন সংস্থার থেকে অ্যাম্বুল্যান্স ভাড়া নেবে। সব রাজ্যই কমিশনের নির্দেশের পর বিশেষ চিকিৎসা সামগ্রী সহ এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখার প্রক্রিয়া শুরু করেছে।

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version