Thursday, December 4, 2025

দুই মতে বিয়ে সম্পন্ন, সাতপাকে বাঁধা পড়লেন রকুল- জ্যাকি

Date:

Share post:

অপেক্ষার অবসানে চারহাত এক হল। স্বামী-স্ত্রী হলেন রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি (Rakul Preet Singh-Jackky Bhagnani Wedding)। দুপুর সাড়ে তিনটে নাগাদ সাতপাকে বাঁধা পড়েন বলিউডের তারকা যুগল। দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে এই জুটি দুই মতে বিয়ে সারলেন। রকুলপ্রীত নিজে শিখ, তাই প্রথম অনন্তকারজ (শিখদের বিয়ের অনুষ্ঠান) হয় এবং তারপর সিন্ধি (যেহেতু জ্যাকি সিন্ধি) নিয়ম মেনে বিয়ে হয়। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই নব জীবন শুরু করলেন দীর্ঘদিনের প্রেমিক জুটি। যদিও এখনও পর্যন্ত নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি।

শনিবার থেকেই এই বিয়ে নিয়ে আনন্দ অনুষ্ঠান শুরু হয়। গতকাল পরিবার এবং বন্ধুদের সঙ্গে চুটিয়ে সঙ্গীতের অনুষ্ঠান উপভোগ করেন যুগলে ৷ সঙ্গীতে বলিউডি থিম রাখা হয়েছিল ৷ জমকালো পোশাকে হাজির ছিলেন অতিথিরা । তাঁদের সম্পর্ক উদযাপনে প্রেমের গান ‘বিন তেরে’ রকুলের প্রতি উৎসর্গ করে হবু স্ত্রীকে অবাক করে দেন জ্যাকি ৷ মেহেন্দিতেও ছিল চমক। সূত্রের খবর, মেহেন্দির অনুষ্ঠানে ‘মুন্ডিয়া তু বচকে রহি’ গানের সঙ্গে পা মিলিয়েছেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। অন্যদিকে, হাতে মেহেন্দি পরে রকুলের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ভূমি পেডনেকর। রকুলের বিয়েতে নজর কেড়েছেন শাহিদ ও মীরা রাজপুতও। গোয়ার সৈকতের পটভূমিতে ফুল দিয়ে সাজানো তাঁদের বিয়ের মণ্ডপের ছবিও ভাইরাল হয়েছে অনলাইনে ৷ আজ রকুল- জ্যাকির বিয়ে শুরু হয় বেলা এগারোটায় ৷ সকালে নায়িকার চুড়ার অনুষ্ঠান শেষে বিয়ের তোরজোড় শুরু হয়। তারপর বিকেল সাড়ে তিনটের পর আইটিসি গ্র্যান্ড সাউথ গোয়াতে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা ৷ বিবাহমণ্ডপে ছিলেন শিল্পা শেঠি, রাজ কুন্দ্রা, বরুণ ধাওয়ান, ভূমি পেদনেকর, আয়ুষ্মান খুরানা, অক্ষয় কুমার এবং অর্জুন কাপুরের মতো সেলিব্রিটিরা। বিয়ের পর আফটার ওয়েডিং পার্টি হবে বলেই খবর।

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...