শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদিত সুদীপ্ত চন্দের “সোনার কেল্লা ৫০” ক্যালেন্ডার প্রকাশ

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদিত সুদীপ্ত চন্দের “সোনার কেল্লা ৫০”, ক্যালেন্ডার প্রকাশ পেল ভবানীপুরে পদ্মপুকুর রোডে, মুকুলের পাড়ায়। উপস্থিত ছিলেন সন্দীপ রায়, কুশল চক্রবর্তী, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, দেবাশীষ মুখোপাধ্যায়, রূপক সাহা ( কর্ণধার, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ) এবং এই অনুষ্ঠানের উদ্যোক্তা সুদীপ্ত চন্দ।

সোনার কেল্লা ছবির পঞ্চাশ বছর উপল়ক্ষ্যে আলোচনায় উপস্থিত অতিথিরা অনেক অজানা গল্প শোনান। অনুষ্ঠান উপস্থাপনা করেন দেবাশীষ বসু।