Monday, August 25, 2025

টেস্ট ক্রিকেটে জোড়া নজিরের সামনে যশস্বী, ভাঙতে পারেন গাভাসকরের ৫৪ বছরের রেকর্ড!

Date:

ফের রেকর্ডের সামনে দাঁড়িয়ে যশস্বী জয়সওয়াল। টেস্ট ক্রিকেটে জোড়া নজিরের সামনে যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি ভেঙে দিতে পারেন সুনীল গাভাসকরের ৫৪ বছরের পুরনো একটি রেকর্ড। ছুঁয়ে ফেলতে পারেন বিনোদ কাম্বলির নজিরও।দ্বিপাক্ষিক সিরিজে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান করার নজির রয়েছে গাভাসকরের। ১৯৭০-৭১ মরসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে তিনি করেছিলেন ৭৭৪ রান। যা কোনও ভারতীয় ক্রিকেটারের করা দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ রান। দ্বিপাক্ষিক সিরিজে ৭০০ রানের মাইলফলক গাভাসকর স্পর্শ করেছিলেন আরও এক বার। ১৯৭৮-৭৯ মরসুমে ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই করেছিলেন ৭৩২ রান। এ ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার দ্বিপাক্ষিক সিরিজে ৭০০ রান করতে পারেননি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ৬৯২ রান।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে যশস্বীর সংগ্রহ ৫৪৫ রান। বাকি দু’টি টেস্টে আর ২৩০ রান করতে পারলেই ভেঙে দেবেন গাভাসকরের ৫৪ বছরের পুরনো রেকর্ড। ভারতের দ্বিতীয় ব্যাটার হিসাবে দ্বিপাক্ষিক সিরিজে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করতে তরুণ ওপেনিং ব্যাটারের চাই আর ১৫৫ রান।এ ছাড়া রাঁচীতে আরও একটি নজির গড়তে পারেন যশস্বী। কাম্বলি ১৪টি ইনিংসে ১০০০ টেস্ট রান করেছিলেন। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে যশস্বী ১৩৯ রান করতে পারলে কাম্বলির নজিরও ছুঁয়ে ফেলবেন। এখন দেখার যশস্বী এই দুই নজির ছুঁতে পারেন কিনা। তবে যে ফর্মে আছেন এই ব্যাটার, তাতে এই নজির গড়া মোটেই অসম্ভব নয়।

 

Related articles

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...

বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণে কমলেও রক্ষা নেই উত্তরের

নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে।...

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...
Exit mobile version