Saturday, May 3, 2025

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে তৃণমূল। আদালত হাত-পা বেঁধে না দিলে রাজ্য পুলিশে শেখ শাজাহানকে গ্রেফতার করতে পারে। বুধবার রাতে সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। রাজ্য পুলিশের সীমা আদালতই বেঁধে দিয়েছে বলেই মত তাঁর।

স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে তার বাড়িতে যায় ED। স্থানীয় মানুষের রোষের শিকার হন তাঁরা। তার পর থেকেই নিখোঁজ শাজাহান বারবার আড়ালে থেকে আদালতে আগাম জামিনের আবেদন জানালেও সামনে আসেননি তিনি। যদিও রাজ্য পুলিশের ডিজি প্রশ্ন তোলেন, ইডি কেন গ্রেফতার করছে না শাহজাহানকে? ইডির সওয়ালেই আদালত রাজ্য পুলিশের এফআইআরে স্থগিতাদেশ জারি করেছে। ফলে শাহজাহানকে ধরতে পারছে না রাজ্য পুলিশ।

এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) ফের একবার দলের অবস্থান জানিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল যে বিন্দুমাত্র কাউকে রেয়াত করবে না সে কথা স্পষ্ট জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, “সারদাকর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেফতার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে। তা হলে শাহজাহানকে গ্রেফতার না করার কী আছে?”

দুর্নীতি ইস্যুতে বার বার ‘জিরো টলারেন্স’ নীতির কথাই জানিয়েছে তৃণমূল। অভিযোগ পেয়ে সাসপেন্ড করা হয়েছে সন্দেশখালির আরেক তৃণমূল নেতা উত্তম সর্দারকে। তিনি গ্রেফতারও হয়েছেন। গ্রেফতার হয়েছেন আরেক নেতা শিবু হাজরাও। কিন্তু শাহজাহানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে আদালতের নির্দেশ।

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version