Wednesday, November 12, 2025

প্রতিশ্রুতি রাখল রাজ্য, জমি ফেরৎ সন্দেশখালির বঞ্চিত বাসিন্দাদের

Date:

Share post:

সন্দেশখালিতে সাধারণ মানুষের ওপর যে কোনও ধরনের অন্যায়ের প্রতিকার করবে সরকারই। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই মন্ত্রী পার্থ ভৌমিকের তৎপরতায় সাধারণ মানুষের অভিযোগের তদন্ত শুরু হয়েছিল। প্রশাসনিক কর্তা থেকে পুলিশ, প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে সাধারণ মানুষের তোলা অভিযোগকে মাথায় রেখেই। বৃহস্পতিবার প্রথমবার জোর করে দখল করে নেওয়া জমি ফেরৎ পেলেন ৯ গ্রামবাসী। সেই সঙ্গে বিডিও অফিসের কাছের খেলার মাঠ থেকে মোছা হল শেখ শাহজাহানের নামও।

সরকারের পক্ষ থেকে সরকারি কর্মীদের সন্দেশখালির গ্রামে গ্রামে পাঠিয়ে, এলাকায় ক্যাম্প করে সাধারণ মানুষের অভিযোগ সংগ্রহ করা হচ্ছে গত কয়েকদিন ধরে। কোথাও অভিযোগ জানাতে গ্রামবাসীরা ভয় পাচ্ছে বলে অভিযোগ করলে সেখানে পুলিশ কর্তারা পৌঁছে গিয়ে আশ্বাস দিচ্ছেন। স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে অভিযোগ সংগ্রহ করছেন। গত কয়েকদিন ধরে সন্দেশখালির মানুষ জমি দখল, মারধর ও অবৈধ ভেড়ি তৈরি নিয়ে অভিযোগ জানানোর পর এভাবেই তৎপরতা দেখা গিয়েছে প্রশাসনের।

বৃহস্পতিবার প্রথমবার সেই সব অভিযোগের ভিত্তিতে ৯ জনকে জমি ফেরৎ দিল প্রশাসন। জমির মালিকানা সংক্রান্ত যাবতীয় নথি তুলে দেওয়া হয় তাঁদের হাতে। সেই সঙ্গে বিডিও অফিসের কাছে ঋষি অরবিন্দ মিশন এলাকায় যে মাঠ জোর করে পাঁচিল দিয়ে দখল করে নেওয়ার অভিযোগ ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে সেই মাঠ সাধারণ বাসিন্দাদের জন্য খুলে দিল প্রশাসন। মাঠের দেওয়ালে লেখা শেখ শাহজাহানের নাম চুনকাম করে মোছা হল। উপস্থিত ছিলেন বসিরহাটের পুলিশ সুপার হাসান মেহেদি রহমান। স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন বিধায়ক সুকুমার মাহাতো।

spot_img

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...