Saturday, November 8, 2025

রাশিয়ায় চাকরি দেওয়ার নামে পাঠানো হলো ইউক্রেনের যুদ্ধে, প্রতারিত ৪ ভারতীয়

Date:

কথা ছিল রাশিয়াতে চাকরি দেওয়া হবে তাদের। এই চাকরির ফাঁদে পড়ে বিপুল টাকা খুঁজে প্রতারিত হলো চার ভারতীয়। চাকরির নামে চার জনকে ইউক্রেনে পাঠানো হলো রাশিয়ার বেসরকারি ওয়াগনার বাহিনীর হয়ে যুদ্ধ করতে। দ্রুততম উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন ওই চার যুবক।

জানা গিয়েছে প্রতারিত এই চার যুবকের ১জন তেলেঙ্গানা ও বাকি ৩ জন কর্নাটকের বাসিন্দা। এদের মধ্যে তেলেঙ্গানার বছর বাইশের যুবক মহম্মদ সুফিয়ান নিজের বাড়িতে একটি ভিডিও পাঠিয়েছেন। যেখানে তিনি আবেদন জানিয়েছেন, ‘‘দয়া করে আমাদের বাঁচান। আমরা হাই-টেক জালিয়াতির শিকার।’’ ভিডিয়োতে দেখা গিয়েছে, সুফিয়ান সেনার উর্দি পরে রয়েছেন। তাঁর অভিযোগ, জোর করে রাশিয়ার হয়ে তাঁদের যুদ্ধ করতে পাঠানো হয়েছে। তাঁদের ইচ্ছার বিরুদ্ধে। ২০২৩ সালের ডিসেম্বরে তাঁদের রাশিয়া পাঠানো হয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেনার নিরাপত্তা সহায়ক হিসাবে কাজ করবেন তাঁরা। যদিও তা হয়নি বলে অভিযোগ।

পরিবারের দাবি ওই চার যুবক দুবাইতে কাজ করতো। তাদের মাসিক বেতন ছিল ৩০ থেকে ৪০ হাজার টাকা। দুবাইতেই এক এজেন্টের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। এজেন্ট জানায়, রাশিয়াতে কাজে গিয়ে মাসে দু লক্ষ টাকা পাবেন তারা। চাকরি দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা নিয়েছিলেন সেই ‘এজেন্ট’। ২০২৩ সালের নভেম্বরে তাঁরা দুবাই থেকে দেশে ফিরে আসেন। এর পর ডিসেম্বরে তাঁদের রাশিয়া পাঠিয়ে দেওয়া হয়। চেন্নাই থেকে রাশিয়ার বিমান ধরেন তাঁরা। ভিজিটরস ভিসায় পাঠানো হয় তাঁদের। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখতে পায়, রাশিয়ায় কাজ দেওয়ার নামে ভাড়াটে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছে তাঁদের। রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে এই সেনাবাহিনী।

সুফিয়ানের ভাই সৈয়দ সলমন সংবাদমাধ্যমকে বলেন, ‘‘১৫ দিন আগে ভাই ফোন করেছিলেন। জানিয়েছিলেন ইউক্রেন সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে রয়েছেন তাঁরা। তিনি জানিয়েছেন, ইচ্ছার বিরুদ্ধে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। প্রতারণা করা হয়েছে। ভারতে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন তাঁরা।’’ অবশ্য প্রতারিত শুধু এই চারজন নয় জানা যাচ্ছে, আরও ৬০ ভারতীয়কে ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ার ভাড়াটে বাহিনীতে নিয়োগ করা হয়েছে যুদ্ধের জন্য। রুশ ভাষায় লেখা চুক্তিপত্রে সই করানো হয়েছে। মহারাষ্ট্রের এক ব্যক্তি তাঁদের নিয়োগ করে পাঠিয়েছেন। ওই ব্যক্তির একটি ইউটিউব চ্যানেলও রয়েছে।

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version