Saturday, December 6, 2025

কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে সেরার স্বীকৃতি, রাজ্যের ১১ টি পুরসভাকে পুরস্কৃত করছে কেন্দ্র

Date:

Share post:

কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে এবার সেরার স্বীকৃতি পেল রাজ্য। নাগরিক পরিষেবা উন্নয়নে কেন্দ্রের অম্রুত প্রকল্প সফল ভাবে রূপায়নের জন্য এবছর রাজ্যের ১১ টি পুরসভা পুরস্কৃত হচ্ছে। নিকাশি, পানীয় জল সরবরাহ সহ একাধিক নাগরিক পুরসভার মানোন্নয়নে অম্রুত প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ সঠিক ব্যবহারের জন্য সর্বভারতীয় স্তরে এই ১১টি পুরসভাকে পুরস্কৃত করার কথা জানানো হয়েছে। আগামী ৫ মার্চ দিল্লিতে পুরসভাগুলির হাতে এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই পুরসভা গুলি হল উত্তরপাড়া, হাওড়া, নবদ্বীপ, বারাসত, উলুবেড়িয়া, শিলিগুড়ি, চাঁপদানি, ভাটপাড়া, কল্যাণী, উত্তর বারাকপুর এবং দক্ষিণ দমদম পুরসভা।

 

১০০ দিনের কাজ, আবাস যোজনা প্রকল্প সহ একাধিক প্রকল্পের কাজের নথি ঠিক মতো জমা না দেওয়ার জন্য ওই প্রকল্পগুলির টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাই নিয়ে লাগাতার আন্দোলন চালাচ্ছে শাসকদল। প্রধানমন্ত্রীকে একাধিক বার চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ সবে বরফ না গলায় রাজ্য সরকার নিজ উদ্যোগে ১০০ দিনে কাজের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে আবাস যোজনার কাজ চালু রাখার জন্য তোড়জোড় শুরু হয়েছে। এই পরিস্থিতে কেন্দ্রের স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন- ‘দিদি নাম্বার ওয়ান’-এ মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভা.ইরাল শ্যুটিংয়ের ভিডিও

নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য নাগরিক পরিষেবাকে নিয়ে দেশের পুরসভাগুলির মধ্যে একটি প্রতিযোগিতা করে থাকে কেন্দ্র। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরসভাগুলিকে প্রথমে অনলাইনে সমস্ত তথ্য জমা দিতে হয়। সেই তথ্য যাচাই করেন সংশ্লিষ্ট আধিকারিকেরা। তার ভিত্তিতে পুরসভা এলাকাগুলিতে তাঁরা পরিদর্শনেও আসনে কেন্দ্রের আধিকারিকেরা। বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা। সমস্ত কিছু খুঁটিনাটি খতিয়ে দেখে তবেই বেছে নেওয়া হয় পুরস্কার প্রাপকদের। কিছুদিন আগেই কেন্দ্রের একটি সমীক্ষা জানিয়েছিল, দেশের সব থেকে অপরিষ্কার শহর হল হাওড়া। ওই সমীক্ষার ভিত্তি নিয়েই প্রশ্ন উঠেছিল। কিন্তু দেখা যাচ্ছে, যে ১১ পুরসভাকে পুরস্কৃত করবে কেন্দ্র তার মধ্যে হাওড়াও রয়েছে।

অম্রুত-২ প্রকল্পে রাজ্যের জন্য মোট ১০,৩৪০ কোটি টাকার অনুমোদম মিলিছে। এই কাজ চলবে ২০২৬ সাল পর্যন্ত। প্রথম কিস্তিতে মোট ১,৪৯৫ কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে কেন্দ্র দেবে ৪৯৫ কোটি টাকা। বাকি এক হাজার কোটি টাকা দেবে রাজ্য।

 

spot_img

Related articles

কুৎসার জন্য AI দিয়ে গলা নকল! শিক্ষামন্ত্রীকে কালিমালিপ্ত করতে উপাচার্যকে ব্যবহার

শিক্ষা দফতর, শিক্ষামন্ত্রী ও সর্বোপরি রাজ্য সরকারকে বদনাম করার জন্য এবার এআই-কে ব্যবহার করা হল কুৎসিত ভাবে। একটি...

আজ বাংলা জুড়ে সংহতি দিবস,শুক্রের সন্ধ্যায় ধর্মতলার মঞ্চে ফের সেই সেনাবাহিনী

তৃণমূলের (TMC) সংহতি দিবসের মঞ্চে এবার হাজির সেনাবাহিনী৷ শুক্রবার বিকেলে বেশ কয়েকজন সেনা আধিকারিক ধর্মতলার মঞ্চ ও এলাকা...

ইন্ডিগোর অচলাবস্থার জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা, অবশেষে মুখ খুললেন সিইও 

গোটা সপ্তাহ জুড়ে ইন্ডিগো (IndiGo Airlines) উড়ানে একের পর এক বিশৃঙ্খলা। কখনও প্রযুক্তিগত ত্রুটি, কখনও কর্মী সংকট, কখনওবা...

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...