Wednesday, August 20, 2025

হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! কারণ নিয়ে ধোঁয়াশা, আতঙ্কে যাত্রীরা

Date:

ফের ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের (Passengers) মধ্যে। শুক্রবার সকাল ১০.২০ নাগাদ হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেসে (Howrah-Delhi Duranto Express)) আচমকাই আগুন লেগে যায় বলে খবর। ঘটনার জেরে এদিন পশ্চিম বর্ধমানের রাজবাঁধ (Rajbandh) স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। যাত্রীদের অভিযোগ, এদিন দুরন্ত এক্সপ্রেসের এস-২ কামরার চাকা থেকে আচমকাই গলগল করে ধোঁয়া বেরতে দেখেন চালক। আর তারপরই এক মুহূর্ত সময় নষ্ট না করে ট্রেনটিকে রাজবাঁধ স্টেশনে থামিয়ে দেওয়া হয়।

তবে আচমকা ট্রেন দাঁড়িয়ে পড়ার কারণ প্রথমে বুঝতে না পারলেও পরে আগুন লাগার বিষয়টি যাত্রীদের নজরে আসে। যার জেরেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপরই পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ডেকে পাঠানো হয় রেলের ইঞ্জিনিয়ারদের। পরে রেলকর্মী, স্থানীয়দের পাশাপাশি আগুন নেভানোর কাজ শুরু করেন ইঞ্জিনিয়াররাও। টানা ৩০ মিনিটের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় দুরন্ত এক্সপ্রেস। রেলের উচ্চপদস্থ আধিকারিকদের অনুমান, ব্রেক বাইন্ডিংয়ের কারণেই চাকা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তবে সঠিক সময়ে ট্রেন দাঁড় করানোয় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

তবে ট্রেনে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই ট্রেনে আগুন লেগে যায়। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে রেল।

 

Related articles

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...
Exit mobile version