হৃদরোগে আক্রান্ত হয়ে, প্রয়াত শিবসেনার প্রথম মুখ্যমন্ত্রী মনোহর যোশী 

মনোহর যোশী বালাসাহেব ঠাকরের ছায়াসঙ্গী ছিলেন। মুম্বইয়ের সাধারণ কাউন্সিলর থেকে হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

চলে গেলেন অবিভক্ত শিবসেনার প্রথম মুখ্যমন্ত্রী মনোহর যোশী। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর, বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দু’দিন আগে তাঁর হার্ট অ্যাটাক হয়। বুধবার থেকেই মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার হাসপাতালেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

মনোহর যোশী বালাসাহেব (Manohor Joshi Balasaheb) ঠাকরের ছায়াসঙ্গী ছিলেন। মুম্বইয়ের সাধারণ কাউন্সিলর থেকে হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। অবিভক্ত শিব সেনার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন মনোহর যোশী। তাঁর আগে রাজ্যের বিরোধী দলনেতাও ছিলেন তিনি। ১৯৭৬ সালে মুম্বইয়ের মেয়রও হন মনোহর যোশী। ১৯৯৯ সালে লোকসভাতেও নির্বাচিত হন তিনি। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভা অধ্যক্ষও ছিলেন। প্রায় ৪০ বছর সক্রিয় রাজনীতিতে ছিলেন তিনি। বর্ষীয়ান রাজনীতিকের প্রয়াণে শোকপ্রকাশ রাজনৈতিক মহলের।

Previous articleআগামিকাল মোহনবাগানের সামনে ওড়িশা, শীর্ষস্থান নজর বাগান কোচের
Next articleবিরোধীদের দাবিকে বুড়ো আঙুল কেন্দ্রেরই, রাজ্যের মিড-ডে মিল ‘মডেল’ ঘোষণা