শুক্রবারের সকালে অফিসের জন্য বেরিয়ে মাঝপথেই আটকে পড়তে হল শিয়ালদহ মেইন শাখার (Sealdah Division)রেলযাত্রীদের। ব্যারাকপুর ও টিটাগর (Barackpore -Titagarh) স্টেশনের মাঝে সিগন্যাল বিকল হয়ে যাওয়ায় ব্যাহত হয় পরিষেবা। সকাল ৮:৪৫ থেকে ট্রেন দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে। একাধিক ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় নিত্যযাত্রীরা।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (CPRO of Eastern Railway Kaushik Mitra) জানিয়েছেন, সাড়ে আটটা নাগাদ সিগন্যাল সমস্যা ধরা পড়ায় তড়িঘড়ি রেলের ইঞ্জিনিয়াররা সেখানে পৌঁছে কাজ শুরু করে দেন। ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ১২ নম্বর রেলগেটের কাছে এই সমস্যা হয়েছিল। তার জেরে খড়দহ, আগরপাড়া, সোদপুর ,বেলঘড়িয়া সব স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া অনুযায়ী ধীরে ধীরে লাইনে থাকা ট্রেনগুলিকে প্ল্যাটফর্মে ঢোকানোর চেষ্টা চলছে।
