Friday, May 23, 2025

নকল রুখতে নিরাপত্তার কড়াকড়ি! যোগীরাজ্যে পরীক্ষাই দিল না ৩ লক্ষেরও বেশি পড়ুয়া

Date:

Share post:

ফের যোগীরাজ্যে (Yogi State) প্রকাশ্যে এল শিক্ষাব্যবস্থায় (Education System) চরম অব্যবস্থার ছবি। আর সেই ছবি সামনে আসতেই লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে মুখ পুড়ল যোগী আদিত্যনাথ সরকারের (Yogi Adityanath Govt)। সূত্রের খবর, সম্প্রতি উত্তর প্রদেশে (Uttar Pradesh) শুরু হয়েছে হাই স্কুল এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা। কিন্তু প্রথম দিনেই যে ছবিটা দেখা গেল তা শুনলে আপনিও অবাক হতে বাধ্য। সূত্রের খবর, পরীক্ষা শুরু হলেও প্রথম দিনই অনুপস্থিত ৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হইচই। এদিকে শিক্ষাক্ষেত্রে অব্যবস্থার ছবি সামনে আসতেই যোগী সরকারের সাফাই, পরীক্ষার কারণে রাজ্যের একাধিক স্কুলে নিয়ম আরও কড়াকড়ি হয়েছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রেও বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সেকারণেই নাকি ভয়ে পরীক্ষাই দিতে আসেননি ৩ লক্ষেরও বেশি পড়ুয়া।

প্রথম দিনে কতজন পরীক্ষা দিয়েছে, কতজন অনুপস্থিত ছিলেন এবং পরীক্ষাকেন্দ্রে কতজন পরীক্ষক ছিলেন সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে উত্তরপ্রদেশের শিক্ষা দফতর। আর যোগী সরকারের সেই বিজ্ঞপ্তি সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিনেই দু’দফা মিলিয়ে মোট তিন লক্ষ ৩৩ হাজার ৫৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে উত্তর প্রদেশে নকল পরীক্ষার্থী থেকে শুরু করে দেদারে টুকলি-সহ একাধিক অভিযোগ সামনে আসে। আর সেকারণেই পরীক্ষাকেন্দ্রে আরও নজরদারই বাড়ানো হয়েছে।

তবে পড়ুয়াদের এমন সিদ্ধান্তের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সাফ জানিয়েছে যোগীরাজ্যের শিক্ষা দফতর। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দফতরের এক আধিকারিক জানিয়েছেন, অতীতে এমন ঘটনা ঘটেনি। মনে হচ্ছে, পরীক্ষাকেন্দ্রে নজরদারি বাড়ানোর জেরেই কারণেই অনিচ্ছুক পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে।

 

spot_img

Related articles

রাস্তা আটকে কর্মসূচি নয়, চাকরিহারাদের সেন্ট্রাল পার্কে সরে যাওয়ার নির্দেশ আদালতের

বিকাশ ভবনের সামনের রাস্তায় বসে কোনও কর্মসূচি করা যাবে না। এসএসসির (School Service Commission) চাকরিহারাদের নির্দেশ দিল কলকাতা...

টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সাগরে তৈরি হচ্ছে দুর্যোগ, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশ.ঙ্কা!

নিশ্চিন্ত আর থাকা গেল না। বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে (Bay of bengal) তৈরি হচ্ছে গভীর...

বাংলার উপকূলীয় দুর্যোগ নিয়ে টোকিওতে কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে আলোচনায় অভিষেক

অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাস বিরোধী অভিযানে ভারতের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে জাপানে পৌঁছে গেছে দেশের প্রতিনিধি...