Wednesday, August 20, 2025

উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধিকে সবুজ সংকেত দিয়েছে রাজ্য বিধানসভা। এবার অসমও ইউসিসি কার্যকর করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ নিয়েছে। অসমে মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন আইন ১৯৩৫ বাতিল করা হয়েছে।এই আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রী জয়ন্ত বড়ুয়া সরকারের এই পদক্ষেপকে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার লক্ষ্যে এক বড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন,মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে অসম ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করবে। আমরা মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন আইন বাতিল করার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।

জানা গিয়েছে, শীঘ্রই এটি বিল আকারে অসম বিধানসভায় পেশ করা হবে। ২৮ ফেব্রুয়ারি অবধি অধিবেশন চলবে, তার আগেই বিল পেশ ও পাশ করানোর চেষ্টা করবে হিমন্ত বিশ্ব শর্মার সরকার।জয়ন্ত বড়ুয়া বলেন, এই আইন প্রত্যাহারের ফলে রাজ্যে বাল্যবিবাহ কমবে। যারা মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন করেন, এমন ৯৪ জন রেজিস্ট্রারকে এককালীন ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।উত্তরাখণ্ড প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি পাশ করা হয়েছে। উত্তরাখণ্ডের এই সিদ্ধান্তের পরই অসমের মুখ্যমন্ত্রীও শীঘ্রই রাজ্যে এই আইন চালু করার আগ্রহ দেখিয়েছিলেন।

প্রসঙ্গত, ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি হল সকল নাগরিকদের জন্য এক আইন। কোনও ধর্ম বা জাতির ভিত্তিতে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার ও দত্তক নেওয়ার আইনে কোনও ফারাক থাকবে না।

 

Related articles

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, ঘণ্টা তিনেকের মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড হারবার...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...
Exit mobile version