১০০ দিনের কাজের টাকা নয়, রাজ্য শিক্ষা দফতরের বকেয়া পাঠালো কেন্দ্র!

১০০ দিনের কাজে বকেয়া বরাদ্দ দিচ্ছে না কেন্দ্র, দীর্ঘদিনের অভিযোগ রাজ্যের। গত ডিসেম্বর মাসেই বকেয়া বরাদ্দের দাবি নিয়ে মুখোমুখি আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি মাসে কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ের বৈঠকও হয়েছে। তাতেও কোন সুরাহা হয়নি।

এই আবহাওয়ায় এবার রাজ্যের শিক্ষা দফতরের বকেয়া কয়েকশো কোটি টাকা পাঠাল কেন্দ্র । এই মর্মে সবুজ সংকেত মিলেছে।
নবান্ন তরফে জানানো হয়েছে, শিক্ষা দফতরের পাওনা ৫০০ কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র। এরই পাশাপাশি রাজ্যের পাওনা তৃতীয় ইনস্টলমেন্টের ৩৬০০ কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র। এই টাকা মূলত শিক্ষা দফতরের অধীনে থাকা প্রকল্পগুলির জন্যই পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় সরকারের শিক্ষা মিশনের অধীনে রয়েছে পার্শ্বশিক্ষকদের বেতন থেকে শুরু করে গ্রন্থাগার উন্নয়ন সহ শিক্ষা সংক্রান্ত নানান প্রকল্প।
যদিও রাজ্য ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা চেয়ে একাধিকবার চিঠি লিখেছে কেন্দ্রকে। কিন্তু কোন সদুত্তর মেলেনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, লোকসভা ভোটের আগে রাজ্যকে এই টাকা পাঠিয়ে কিছুটা হলেও নিজেদের ক্লিনচিট দেওয়ার পথে এগোতে চাইছে বিজেপি সরকার।

 

Previous articleগাঁ.জা বৈধ হল বিশ্বের এই দেশে! বাড়িতেও রাখার পাশাপাশি মিলবে চাষের ছাড়পত্রও
Next articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ