Thursday, July 3, 2025

ফের বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু। আগামী ২৭ ফেব্রুয়ারি ঘণ্টা দুয়েকের জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এইদিন সম্পূর্ণভাবে এই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতু ব্যবহারকারী গাড়িগুলিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩-এর নভেম্বর থেকে এই সেতুর রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। সেই কাজের জন্যেই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, জিরাট আইল‍্যান্ড, সেন্ট জর্জ গেট রোড এবং স্‍ট্র‍্যান্ড রোডে সমস্ত ধরনের যান চলাচল সীমাবদ্ধ থাকবে।

জানা গিয়েছে, এদিন খিদিরপুর থেকে সিজিআর রোড ধরে আসা গাড়িগুলিকে হেস্টিংসের দিকে ঘোরানো হবে স্‍ট্র‍্যান্ড রোড এবং হাওড়া ব্রিজ ধরার জন্য। এজেসি বোস রোড, জিরাট আইল্যান্ড থেকে আসা গাড়িগুলোকে গ্রেড রোড দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে যানবাহন গুলি স্ট্যান্ড রোড, হাওড়া ব্রিজ ধরে যেতে পারে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুই ঘণ্টার জন্য ঘুরপথে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। তিনটের পর থেকে যান চলাচল ফের স্বাভাবিক হবে।জানা গিয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই দ্রুত মেরামতির কাজ চালানো হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে।

 

Related articles

সিদ্ধান্ত নেবে ট্রাস্ট, হস্তক্ষেপের অধিকার নেই কারও: দালাই লামার উত্তরসূরি নিয়ে চিনকে কড়া বার্তা ভারতের

দালাই লামার (Dalai Lama) উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফের দানা বাঁধল আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা। সম্প্রতি তিনি ঘোষণা...

TAI ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইসকনের রথদর্শন করে ঐক্য-সাম্য-শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

এবার নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রায় (RathYatra) উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, TAI ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে...

গিলের দ্বিশতরান, ইংল্যান্ডের মাটিতে ইতিহাস ভারত অধিনায়কের

দলের সবচেয়ে কঠিন সময়ে হাল ধরলেন। সেইসঙ্গেই ইংল্যান্ডের মাটিতে তৈরি করলেন নতুন ইতিহাস। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) থেকে...

সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ-কালো পতাকা!

রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর (Siddiqulla Chowdhury) কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়াল পূর্ব...
Exit mobile version