Wednesday, January 28, 2026

১ জুলাই থেকে দেশে কার্যকর হচ্ছে ৩ ‘সংহিতা’ আইন

Date:

Share post:

সংসদে পাশ হওয়ার পর অবশেষে ১ জুলাই থেকে দেশে কার্যকর হতে চলেছে তিনটি ফৌজদারি আইন ‘ভারতীয় ন্যায় সংহিতা’, ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ এবং ‘ভারতীয় সাক্ষ্য আইন’। এই আইন কার্যকরের জেরে বাতিল হয়ে যাবে ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি (ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি), কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর (সিআরপিসি) এবং ১৮৫৭ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছিল ১ বছরের মধ্যেই নয়া এই ৩ আইন কার্যকর হবে দেশের সব থানায়। দিল্লি, চণ্ডীগড়ের মতো কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথমে সেই তিনটি আইন কার্যকর হবে। পাশাপাশি জানা যাচ্ছিল, নয়া তিনটি ফৌজদারি আইনের সঙ্গে যাতে দেশের সব থানা সহজ হতে পারে, সেজন্য ৯০০টি ফরেন্সিক ল্যাবরেটরি অধিগ্রহণের চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। বিভিন্ন ক্ষেত্রের প্রশিক্ষকদের নিয়োগ করছে। কারণ তিনটি আইনেই প্রযুক্তি ও ফরেন্সিকের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। সেই রেশ ধরে জানুয়ারিতে জয়পুরে পুলিশের ডিরেক্টর জেনারেলদের বার্ষিক সম্মেলন থেকেই পুলিশ অফিসারদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাতে তাঁরা নয়া তিনটি ফৌজদারি আইনের সঙ্গে সড়গড় হয়ে ওঠেন। সেইসঙ্গে নয়া তিনটি ফৌজদারি আইনে যেহেতু প্রযুক্তির উপর বাড়তি জোর দেওয়া হয়েছে, তাই থানা থেকে শুরু পুলিশের সদর দফতর পর্যন্ত প্রযুক্তি উন্নত করার নির্দেশ দেন।

উল্লেখ্য, নয়া যে তিনটি আইন আনা হয়েছে, তাতে আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আছে। সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে নিয়ম পালটানো হয়েছে। ই-এফআইআর দায়ের করার সুযোগ আছে। ইলেকট্রনিক নথিকে প্রামাণ্য নথি হিসেবে বিচার করা হবে। প্রথমবারের জন্য গণপিটুনির মতো অপরাধকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে শাস্তি আরও কঠোর করার বিধান আছে নয়া ফৌজদারি আইনে।

spot_img

Related articles

অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় কেন সুপ্রিম নজরদারিতে তদন্ত: স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রীর

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুতে একদিকে যখন রাজনীতিতে বড়সড় ঝটকা গোটা দেশে, তখনই সেই দুর্ঘটনায় গুরুতর...

“জমি কেড়ে নয়, কৃষিও চলবে-শিল্পও চলবে”: ১০৭৭টি প্রকল্পের উদ্বোধন-৬১৬টির শিলান্যাস করে বার্তা মুখ্যমন্ত্রীর

১০দিন আগে সভা করে শিল্প নিয়ে একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার, সেই সিঙ্গুরের রতনপুরের ইন্দ্রখালির...

কথা রাখলেন মমতা: দেবকে পাশে নিয়ে ১৫০০ কোটির ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা

কথা দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও, রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান করবেন। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা...

একবিংশ শতকে মধ্যযুগ! আফগানিস্তানে ফিরল ‘দাস প্রথা’-শ্রেণিবিভেদ, আইনি সিলমোহর তালিবানের

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন গোটা বিশ্ব সাম্য আর মানবাধিকারের কথা বলছে, আফগানিস্তান (Afghanistan Crisis) তখন হাঁটছে উল্টো পথে।...