ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট, দ্বিতীয় দিনের শেষে ভারতের রান সংখ্যা ৭ উইকেট হারিয়ে ২১৯

ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান সংখ্যা ৭ উইকেট হারিয়ে ২১৯। প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ১৩৪ রানে পিছিয়ে রোহিত শর্মার দল। ভারতের হয়ে সফল একমাত্র যশস্বী জয়সওয়াল। ৭৩ রান করেন তিনি।

প্রথম ইনিংসে ৩৫৩ রান করে ইংল্যান্ড । জবাবে ব্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ২ রান করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৩৮ রান করেন শুভমান গিল। ১৭ রান করেন রজত পতিদার। ১২ রান করেন রবীন্দ্র জাদজা। ১৪ রান করেন সরফরাজ খান। ৩০ রানে অপরাজিত ধ্রুব জুয়েল। ১৭ রানে অপরাজিত কুলদীপ যাদব। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন শোয়েব বশির। ২ উইকেট নেন টম হার্টলি। ১ টি। উইকেট নেন অ্যান্ডারসন।

আরও পড়ুন- ফের খেলার মাঠে মৃ.ত্যু, ম্যাচের মাঝেই প্রা.ণ হা.রালেন বাংলার টেবল টেনিস খেলোয়াড়ের



Previous article১ জুলাই থেকে দেশে কার্যকর হচ্ছে ৩ ‘সংহিতা’ আইন
Next articleছদ্মবেশে সন্দেশখালিতে মীনাক্ষি! ফিরল বামেদের ‘ছলনা’র ট্র্যাডিশন