Friday, November 28, 2025

ব্যাটারি ফেটে ভয়াবহ আগুন! নিউ ইয়র্কের আবাসনে ঝলসে মৃত্যু ভারতীয় সাংবাদিকের

Date:

Share post:

লিথিয়ামের ব্যাটারি (Lithium Ion Battery) ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)! আর সেই আগুনেই ঝলসে আমেরিকায় মৃত্যু হল এক ভারতীয় সাংবাদিকদের (Indian Journalist)। সূত্রের খবর, ভারতীয় ওই যুবকের নাম ফজিল খান (Fazil Khan) (২৭)। নিউ ইয়র্কের (New York) হালেমের একটি আবাসনে থাকতেন ওই সাংবাদিক। কিন্তু সেখানেই ঘটে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, হার্লেমের ওই ফ্ল্যাটে লিথিয়াম-আয়ন ব্যাটারি ফেটে আগুন ধরে যায়। এরপর বিষয়টি নজরে আসতেই প্রাণে বাঁচতে ফ্ল্যাটের জানলা দিয়েই বাইরে ঝাঁপ দেন কমপক্ষে ১৭ বাসিন্দা। তাঁরা কোনওমতে বাঁচলেও প্রাণে বাঁচেননি ফজিল। কারণ আগুন লাগার পর সবাই পারলেও তিনি ফ্ল্যাটের বাইরে বেরতে পারেননি। আর তার জেরেই এমন পরিণতি।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক সংবাদমাধ্যমে রিপোর্টার হিসেবে কাজ করতেন কলম্বিয়া জার্নালিজম স্কুলের ছাত্র ফজিল। পাশাপাশি পুলিশ আরও জানিয়েছে, হার্লেমের ওই ফ্ল্যাটে লিথিয়াম-আয়ন ব্যাটারি ফেটে আচমকাই আগুন ধরে যায়। বাকিরা পারলেও সময়মতো ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে পারেননি ফজিল। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মৃত্যু হয় সাংবাদিকের। পরে প্রশাসনের তরফে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ১২ জন। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক বলে খবর। এদিকে সাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশ করে ফজিলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাস।

তবে নিউ ইয়র্কের দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, এমন ঘটনা প্রথম নয়, গত বছরেও এই লিথিয়াম ব্যাটারি ফেটে একাধিক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের। আর বছর ঘুরতে না ঘুরতেই ফের ফিরল সেই আতঙ্ক। ইতিমধ্যেই ২৪টি আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দমকল বিভাগ।

 

spot_img

Related articles

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...