বিনোদন জগতে নক্ষত্রপতন! প্রয়াত পরিচালক কুমার সাহানি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ভারতে ‘আর্ট হাউস’ সিনেমার কথা বলতে গেলে সবার আগে যে নাম জ্বলজ্বল করে, তিনি হলেন পরিচালক কুমার সাহানি (Kumar Sahani)। কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের অন্যতম প্রিয় ছাত্র ছিলেন তিনি। শনিবার মধ্যরাতে কলকাতাতেই জীবনাবসান হলো কুমার সাহানির। শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ভারতীয় প্যারালাল সিনেমার ইতিহাসে কুমার সাহানি এক উল্লেখযোগ্য নাম। তাঁর প্রয়াণ চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি।

৮৩ বছর বয়সে প্রয়াত হলেন ‘মায়া দর্পন’, ‘তরঙ্গ’ ছবির পরিচালক। অনেকেই তাঁকে এদেশের বুকে আর্ট হাউস সিনেমার পথিকৃৎ বলে মনে করেন।পুণে ফিল্ম ইনস্টিটিউট (FTII) থেকে চলচ্চিত্র নিয়েই পড়াশুনা করেছেন। কিশোর বয়স থেকেই সিনেমা তৈরির প্রতি ঝোঁক ছিল তাঁর। পরিচালক প্যাসোলিনি এবং আন্দ্রেই তারকভস্কিকে নিজের আদর্শ বলে মনে করতেন। তিনি একাধারে যেমন পরিচালক তাঁর পাশাপাশি আবার সাহিত্যচর্চাতেও যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছেন। তাঁর ‘দ্য শক অফ ডিজায়ার অ্যান্ড এসেস’ (The Shock of Desire and Aces) এখনও ডিরেক্টরদের অন্যতম পছন্দ। ‘মায়া দর্পণ’, ‘তরঙ্গ’ ছাড়াও ‘খেয়াল গাথা’, ‘কসবা’, ‘চার অধ্যায়’ এর মতো উল্লেখযোগ্য সিনেমা তৈরি করেছেন তিনি। ১৯৬৯ সালে বিখ্যাত ফরাসি পরিচালক রবার্ট ব্রেসনের ‘এ জেন্টল ক্রিয়েচার’ ছবিতে তাঁকে অ্যাসিস্ট করেছিলেন। পরিচালকের মৃত্যুতে শোকাচ্ছন্ন বিনোদন জগত।


Previous articleএকনজরে আজকের পেট্রোল -ডিজেলের দাম
Next articleব্যাটারি ফেটে ভয়াবহ আগুন! নিউ ইয়র্কের আবাসনে ঝলসে মৃত্যু ভারতীয় সাংবাদিকের