Thursday, August 28, 2025

পর্দার চরিত্ররা অনেক সময় বাস্তবের ঘটনায় মিলেমিশে একাকার হয়ে যান। সেই কারণেই সিলভার স্ক্রিনের সুপার হিরোরা হয়ে ওঠেন রিয়েল লাইফ হিরো। কিন্তু পর্দায় যিনি ভিলেন বাস্তবে তিনিই গরিবের মসিহা, এইটুকু পরিচয় দিলেই সোনু সুদকে (Sonu Sud) এক বাক্যে চিনে যাবেন ফ্যানেরা। ভক্তদের কাছে তিনি সত্যিই ভগবান। তাই এবার অনুরাগীর কাছ থেকেই বিশেষ সারপ্রাইজ পেলেন অভিনেতা। রেস্টুরেন্টে খেলেন তিনি, আর বিল মেটালেন অচেনা ফ্যান! অবাক সোনু (Sonu Sud) বিষয়টি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

পর্দার ‘ছেদি সিং’ সম্প্রতি এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। বিল মেটাতে গিয়ে তিনি অবাক। এ কী কাণ্ড! তাঁর পেমেন্ট আগে থেকেই হয়ে গেছে? শুভাকাঙ্ক্ষী আবার অভিনেতার জন্য রেখে গিয়েছেন একটি মিষ্টি বার্তা। চিরকুটে লেখা ‘‘আমাদের দেশের জন্য আপনি যে সমস্ত ভাল ভাল কাজ করেন, তার জন্য ধন্যবাদ।’’ সমাজসেবী হিসেবে সোনু মানুষের মনের ঠিক কোন জায়গায় রয়েছেন এই কয়েকটা কথাতেই তা বেশ স্পষ্ট। দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজের সমকালীন অভিনেতাদের অনেক পিছনে ফেলে রিয়েল লাইফ হিরো হয়ে উঠেছেন সোনু। লকডাউনে দূরদূরান্তে আটকে পড়া মানুষকে ঘরে ফিরতে সাহায্য করার ব্যাপারেও সোনুর উদ্যোগ প্রশংসিত হয়েছে। এতো ভালবাসা সকলকে বিলিয়ে দিয়েছেন যে বিনিময়ে এভাবেই ভালবাসার উপহার পৌঁছে গেছে তাঁর কাছে। আপ্লুত সোনু ইনস্টাগ্রামে রেস্তোরাঁর ঘটনা উল্লেখ করে লিখেছেন, ‘‘এটা কে করেছেন, আমি জানি না। রেস্তরাঁয় আমাদের সম্পূর্ণ বিল উনি পেমেন্ট করে দিয়ে একটি মিষ্টি বার্তা রেখে গিয়েছেন। আপনার এই সৌজন্য আমার মন ছুঁয়েছে।’’ সেই অজ্ঞাত ব্যক্তিকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি চিরকুটটিও শেয়ার করেছেন অভিনেতা।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version