Sunday, August 24, 2025

সন্দেশখালিতে সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, হাওড়ার জনসভায় মন্তব্য কুণালের

Date:

বাংলার বুকে যদি কোথাও কোন অভিযোগ থাকে তাহলে এই সরকার শুনবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হাওড়া সদর তৃণমূল যুব টাউনের বার্ধক্য ভাতা দান কর্মসূচির জনসভায় স্পষ্ট জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ছিলেন হাওড়া সদর যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব। রবিবার কুণাল স্পষ্ট বলেন, সন্দেশখালিতে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এবং সেই অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে। সিঙ্গুর-নন্দীগ্রামের কথা মনে করিয়ে দিয়ে কুণাল বলেন, সেখানে অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে। কিন্তু সন্দেশখালিতে সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।
তিনি বলেন, সন্দেশখালিতে দু একজন কাজ করিয়ে পয়সা দেয় নি। জোড় করে জমি নিয়ে নিয়েছে। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে । যা অভিযোগ সব ব্যক্তির বিরুদ্ধে। যদি কোথাও কোনও কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে তবে তা মেরামত করছে দল। তার সঙ্গে লাগাতার নারী নির্যাতনের যে ধুয়ো তোলা হচ্ছে তার কোনও সম্পর্কই নেই। এই অভিযোগ কারা তুলছে না সিপিএম-বিজেপি। সিপিএম শুধু বিজেপির দালালি করছে। তিনি মনে করিয়ে দেন ছোট আঙারিয়া, বানতলার কথা।
কুণাল স্পষ্ট বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ‘ইন্ডিয়া’ জোট গঠন করেছেন। তিনি সোনিয়া গান্ধীকে সাহায্য করছেন। আর পশ্চিমবঙ্গে অধীর চৌধুরীরা বিজেপিকে সাহায্য করতে হাতে হাত মিলিয়েছে।এই পরিস্থিতিতে বিজেপিকে বাংলা থেকে তাড়াতে তৃণমূল একাই যথেষ্ট। ১০ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেড সমাবেশে প্রতিবাদে সকলকে গর্জে ওঠার আহ্বান জানান তিনি।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version