লোকসভায় লক্ষ্য ৪০০, দক্ষিণ দখলে টিএমসির সঙ্গে জোট বিজেপির

লোকসভা নির্বাচনে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা বিজেপির। তবে দক্ষিণের রাজ্যগুলি ছাড়া টার্গেট পূরণ কার্যত অসম্ভব। এদিকে দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপির অবস্থা অত্যন্ত শোচনীয়। সঙ্গ ছেড়েছে পুরানো সঙ্গী এআইডিএমকে। এই অবস্থায় দক্ষিণের রাজ্যে অস্তিত্বের জানান দিতে টিএমসি অর্থাৎ তামিল মানিলা কংগ্রেস-এর হাত ধরল বিজেপি। দলের শীর্ষ নেতা জি কে ভাসান জানিয়ে দিলেন আগামী ২৭ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদির জনসভায় যোগ দেবেন তিনি।

এআইডিএমকে বিজেপির সঙ্গ ছাড়ায় এতদিন একাই দক্ষিণভূমে ‘খাবি’ খাচ্ছিল গেরুয়া শিবির। বেশ বুঝতে পারছিল তামিলনাড়ুতে একা হাতে কিছুই করা সম্ভব নয় তাদের পক্ষে। ফলত সেখানকার আঞ্চলক দলের সঙ্গে জোট করতে সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছিল শীর্ষ নেতৃত্বের তরফে। অবশেষে তা সফল হল। জানা যাচ্ছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র শরিক হিসেবেই লোকসভা ভোটে লড়াই করবে তামিল মানিলা কংগ্রেস। দলের তরফে জানানো হয়েছে, এই দলের প্রতিষ্ঠাই হয়েছিল জাতীয় স্তরে রাজনীতির লক্ষ্য নিয়ে। বিজেপির হাত ধরার ফলে তাঁদের লক্ষ্যপূরণের পাশাপাশি তামিলনাড়ুরও উন্নতি হবে। তবে লোকসভার আগে দক্ষিণের এই রাজ্যে নয়া জোট রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, কর্নাটকে ছিটেফোটা আধিপত্য বিস্তার করলেও দক্ষিণের বাকি রাজ্য এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়েছে বিজেপির। কারণ বিজেপির নীতি হিন্দি-হিন্দু-হিন্দুস্তান কখনই মেনে নেয়নি দ্রাবিড়ভূম। তবে ২৪ এর নির্বাচনে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা পূরণ করতে দক্ষিণের মানুষের মন পাওয়া অত্যন্ত জরুরি। যার জেরেই এবার সেখানে টিএমসির হার ধরে বৈতরণী পার হতে চায় পদ্ম শিবির।

Previous articleভারতীয় সেনা নিয়ে প্রেসিডেন্ট মুইজ্জুর দাবিকে ‘মিথ্যা’ বলে কটাক্ষ প্রাক্তন বিদেশমন্ত্রীর
Next articleপুর এলাকায় বাড়ি তৈরির নকশা অনুমোদন সরলীকরণ করতে বিশেষ কমিটি গঠন রাজ্যের