ভারতীয় সেনা নিয়ে প্রেসিডেন্ট মুইজ্জুর দাবিকে ‘মিথ্যা’ বলে কটাক্ষ প্রাক্তন বিদেশমন্ত্রীর

তাঁর মতে, কোনও বিদেশি সেনার সশস্ত্রবাহিনী তাদের দেশে নেই

মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর দাবি মিথ্যে বলে জানালেন সেদেশে প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ ৷ সম্প্রতি মুইজ্জু দাবি করেন, ভারত তাদের দেশে কয়েক হাজার সশস্ত্রবাহিনী এখনও মোতায়েন করে রেখেছে ৷ মুইজ্জুর সেই দাবিকেই এবার ‘আরও একটি মিথ্যা’ বলে উল্লেখ করেছেন প্রাক্তন বিদেশমন্ত্রী ৷ তাঁর মতে, কোনও বিদেশি সেনার সশস্ত্রবাহিনী তাদের দেশে নেই ৷

মালদ্বীপের প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ সোশাল মিডিয়ায় লিখেছেন, ১০০ দিন হল, আর এটা স্পষ্ট যে, প্রেসিডেন্ট মুইজ্জুর ‘কয়েক হাজার ভারতীয় সেনার’ উপস্থিতির দাবি অনেকগুলি মিথ্যার মধ্যে একটা ৷ সুনির্দিষ্ট সংখ্যা প্রদান করতে না পারার অক্ষমতা থেকে এই কথাগুলি বলছে বর্তমান প্রশাসন ৷ দেশে বিদেশি সেনার কোনও সশস্ত্রবাহিনী নেই ৷ তিনি এও উল্লেখ করেন, স্বচ্ছতা আবশ্যক ও সত্যিটা সামনে আনতে হবে ৷তিনি বলেন, স্বচ্ছতা বজায় রাখা আবশ্যক এবং সত্যি অবশ্যই সামনে আসা উচিত ৷

উল্লেখ্য, মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করা প্রধান উদ্দেশ্য ছিল মুইজ্জুর দলের ৷ এই মুহূর্তে মালদ্বীপে মাত্র ৭০ জন ভারতীয় সেনা রয়েছে ৷ সঙ্গে ডরনিয়ার ২২৮ সামুদ্রিক টহলদারি বিমান ও দু’টি হ্যাল ধ্রুব হেলিকপ্টার রয়েছে ওই দ্বীপ রাষ্ট্রে ৷ আর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দ্বিতীয় দিনে মুইজ্জু সরকারিভাবে ভারতকে মালদ্বীপ থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার অনুরোধ করেন ৷ এরপর গতবছর মুইজ্জু দাবি করেন, ভারত সরকারের সঙ্গে কথা হওয়ার পর সেনাবাহিনী প্রত্যাহার জন্য একটি চুক্তি হয়েছে তাদের মধ্যে ৷

মালদ্বীপের প্রেসিডেন্ট আরও দাবি করেছিলেন যে, ভারতের সেনা প্রত্যাহারের বিষয়টিকে এগিয়ে নিয়ে যেতে কূটনৈতিক আলাপ-আলোচনা জারি রয়েছে ৷ কবে, কোথা থেকে বাহিনী প্রত্যাহার করা হবে, সে নিয়েও বিস্তারিত তথ্য শেয়ার করেছিলেন মহম্মদ মুইজ্জু ৷ তিনি জানিয়েছিলেন, ২০২৪ সালের ১০ মার্চের মধ্যে তিনটি অ্যাভিয়েশন প্ল্যাটফর্মের একটি থেকে ভারত সেনা সরিয়ে নেবে ৷ বাকি দু’টি অ্যাভিয়েশন থেকে ২০২৪ সালের ১০ মে-র আগে সেনাবাহিনীর সদস্যদের ফিরিয়ে নিয়ে যাবে ভারত ৷ কিন্তু, ফেব্রুয়ারি মাসের শুরুতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দেয়, মালদ্বীপের বিমান চলাচলের প্ল্যাটফর্মগুলিতে প্রযুক্তির দিক থেকে দক্ষ ভারতীয় সদস্যদের মোতায়েন করা হবে ৷

 

Previous articleঈশানরা অতীত, টিম ইন্ডিয়াকে ভরসা দিচ্ছেন ধ্রুভ জুরেল
Next articleলোকসভায় লক্ষ্য ৪০০, দক্ষিণ দখলে টিএমসির সঙ্গে জোট বিজেপির