Saturday, August 23, 2025

লোকসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আধার কার্ড বাতিল নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। এবার সেই ইস্যুতে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল। সোমবার দুপুরে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সাধারণ মানুষের বিভ্রান্তি ও হয়রানি নিয়ে বিস্তারিত তথ্য দেবে নির্বাচন কমিশনের কাছে। সেই সঙ্গে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানানো হবে। সোমবার এই প্রতিনিধি দলে থাকছেন রাজ্যসভার মুখ্য সচেতক সাংসদ শুখেন্দু শেখর রায়, লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, সাংসদ সাজদা আহমেদ, রাজ্যসভার সাংসদ দোলা সেন, সাংসদ সাকেত গোখলে।

লোকসভা ভোটের আগে আধার কার্ডের লিঙ্ক বাতিল করে দেওয়ার ইস্যুতে নাজেহাল বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ। রাজ্য সরকারের তরফ থেকে আলাদা পোর্টাল খুলে যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাঁদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে একদিকে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হন তার দিকটি যেমন দেখা হচ্ছে, তেমনই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য থাকছে আধার কার্ড বাতিল সংক্রান্ত। এবার সেই তথ্য নিয়েই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

পাশাপাশি আবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিও জানানো হবে। নির্বাচন প্রক্রিয়া যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারা কোনওভাবে প্রভাবিত না হয়, সেই বিষয়টি নিয়েও দাবি জানানো হবে। নির্বাচনের একাধিক দাবি ছাড়াও জাতীয় নির্বাচন কমিশনের সামনে চোপড়ায় বিএসএফ-এর খোড়া নিকাশি নালায় পড়ে শিশুমৃত্যুর ঘটনাও তুলে ধরা হবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে।

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version