গ্রেফতারে কোনও বাধা নেই: সন্দেশখালি মামলায় শাহজাহানকে পার্টি করার নির্দেশ দিয়ে জানাল হাই কোর্ট

শেখ শাহজাহানে গ্রেফতারে আর কোনও বাধা নেই। সোমবার, সন্দেশখালি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় শেখ শাহজাহানকে পার্টি করার নির্দেশ দিয়ে জানাল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তাঁকে গ্রেফতারের উপর কোনও অন্তবর্তী স্থগিতাদেশ নেই বলে জানান প্রধান বিচারপতি। এখন পুলিশ (Police) তাঁকে গ্রেফতার করতে পারবে। সিবিআই, ইডি, রাজ্য পুলিশকেও পার্টি করা হয়েছে।

সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করতে হবে বলে হাই কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়টি ২টি সংবাদপত্রে নোটিশ দিয়ে জানাবে আদালত। প্রধান বিচারপতি বলেন, “শেখ শাহজাহানকে এই মামলায় পার্টি করা হোক। কিন্তু কীভাবে করা হবে, তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন।“ পাশাপাশি, রাজ্য পুলিশ, সিবিআই, ইডি-কেও মামলায় পার্টি করার নির্দেশ দেওয়া হয়েছে।