Sunday, August 24, 2025

জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়ান এফসিকে ১-০ গোলে হারালো কার্লোস কুয়াদ্রাতের দল। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন নন্দ কুমার। এই জয়ের ফলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল লাল-হলুদ। আইএসএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকল তারা।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের শুরুতেই ফ্রিকিক পায় কার্লোস কুয়াদ্রাতের দল। তবে সেই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হন লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা। সোজা শট চেন্নাইয়ান গোলরক্ষক দেবজিত মজুমদারে হাতে জমা পরে। ম্যাচের ১২ মিনিটে সুযোগ নষ্ট করেন লাল-হলুদের নতুন বিদেশি ফেলিসিও। ক্লেটন সিলভা একটি ভালো থ্রু বল বাড়ান ফেলিসিওকে। কিন্তু ফেলিসিওর শট ছিলো দুর্বল। পোস্টের উপর দিয়ে বল বেরিয়ে যায়। এরপর পালটা আক্রমণ চালায় চেন্নাইয়ান। অঙ্কিত মুখোপাধ্যায় গোলের সামনে রহিম আলিকে পাস বাড়ান। রহিম আবার বাঁ-দিকে ফারুখকে বল বাড়ান। কিন্তু ফারুখের শট লক্ষ্যভ্রষ্ট হয়।এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দু’দল। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য। তবে প্রথমার্ধের শেষ লগ্নে হলুদ কার্দ দেখেন লাল-হলুদ কোচ।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনটি পরিবর্তন করেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। নিশু কুমার, ফেলিসিও, রাকিপের জায়গায় নামান মন্দার রাও দেশাই, বিষ্ণু এবং প্যান্টিচকে নামান ইস্টবেঙ্গল কোচ। এরপর একের পর এক আক্রমণ শানায় লালা-হলুদ। যার ফলে ম্যাচের ৬৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় কুয়াদ্রাতের দল। লাল-হলুদকে গোল করে এগিয়ে দেন নন্দা কুমার। ভিক্টরের থেকে বল পান নন্দকুমার। যা গোলে রাখতে এতুটুকু ভুল করেননি নন্দা। এরপর ম্যাচের ৮৪ মিনিটে বড় সুযোগ হাতছাড়া করেন লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা। বিষ্ণু একেবারে গুছিয়ে পাস দেন ক্লেটনকে। তবে তা গোলে রাখতে পারেননি লাল-হ্লুদ অধিনায়ক। এরপর একের পর আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি কুয়াদ্রাতের দল।

আরও পড়ুন- রাঁচিতে দুরন্ত ইনিংস, কীভাবে এল সাফল্য? রহস্য ফাঁস ধ্রুভের

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version