রাঁচিতে ইংল্যান্ডকে চতুর্থ টেস্টে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ এগিয়ে রোহিত শর্মারা। আর ভারতের এই জয়ের পরই টিম ইন্ডিয়াকে বিরাট বার্তা দিলেন কোহলি। পারিবারিক কারণে ইংরেজদের বিরুদ্ধে এই সিরিজে অংশ নেননি বিরাট। তবে অংস না নিলেও এই সিরিজে নজর রেখেছিলেন কোহলি। তাই টিম ইন্ডিয়া সিরিজ জিততেই রোহিত শর্মাদের শুভেচ্ছা বার্তা পাঠালেন তিনি।

এদিন নিজের টুইটারে বিরাট লেখেন, “ইয়েস!!! আমাদের তরুণ দলের অসাধারণ সিরিজ জয়। জেদ, দায়বদ্ধতা এবং ধৈর্য দেখিয়ে সিরিজ জিতল ওরা।”

YES!!! 🇮🇳
Phenomenal series win by our young team. Showed grit, determination and resilience.@BCCI— Virat Kohli (@imVkohli) February 26, 2024
শুধু কোহলি নন, টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরও। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “স্কোর হল ৩-১। চাপের মুহূর্ত থেকে আরও এক বার ফিরে এসে লড়াই করে জিতল ভারত। দলের ক্রিকেটারদের চারিত্রিক দৃঢ়তা এবং মানসিক শক্তি কতটা এর থেকেই বোঝা যায়। টেস্ট ক্রিকেটে প্রথম স্পেলেই অসাধারণ বল করল আকাশদীপ। দুটো ইনিংসেই খুব ভাল লেংথ বুঝতে পেরেছে ধ্রুব জুরেল। ওর ফুটওয়ার্কও দারুণ। কুলদীপের সঙ্গে প্রথম ইনিংসে ওর জুটি আমাদের ম্যাচে টিকিয়ে রেখেছিল। দ্বিতীয় ইনিংসে ওর খেলা আমাদের জিতিয়েছে। দ্বিতীয় ইনিংসে কুলদীপের স্পেলটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। অশ্বিন, জাদেজা, রোহিত নিজেদের কাজ করেছে। রান তাড়া করার সময় শুভমন গিলের মানসিকতা আমার ভাল লেগেছে।”

The score is 3-won! 😉
India once again came back from a pressure situation and fought back to win the match. It shows the character and the mental strength of our players.
A great first spell in Test cricket for Akashdeep. @dhruvjurel21 was terrific at reading the length in… pic.twitter.com/DgaFoqMiTa
— Sachin Tendulkar (@sachin_rt) February 26, 2024
আরও পড়ুন- ঈশানরা অতীত, টিম ইন্ডিয়াকে ভরসা দিচ্ছেন ধ্রুভ জুরেল
