Friday, November 14, 2025

কানাডায় ভারতীয় কূটনীতিকদের ওপর হামলায় কড়া পদক্ষেপ, হঁশিয়ারি বিদেশমন্ত্রী জয়শঙ্করের

Date:

গত বছর লন্ডনে ভারতীয় দূতাবাসে হামলার ঘটনায় যারা যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সাফ জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাশাপাশি কানাডায় যারা ভারতীয় কূটনীতিকদের হুমকি দিচ্ছিল, তাদের বিরুদ্ধে যাতে পদক্ষেপ করা হয়, সে বিষয়েও তিনি বলেন, এর পিছনে যারা মূল ‘কালপ্রিট’ তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিৎ। যে কোনও দেশেই ভারতীয় কূটনীতিকদের ভয় দেখানো বা তাঁদের উপর হামলার ঘটনা বরদাস্ত করা হবে না। একথাও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। কানাডায় থাকা ভারতীয় দূতাবাসের কর্মীদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। সেই কারণে কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা কড়াকড়ি শুরু করে দিল্লি।

সোমবার একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন জয়শঙ্কর। সেখানেই উঠে আসে বিভিন্ন সময়ে বিদেশের মাটিতে ভারতীয় কূটনীতিকদের হেনস্থার বিষয়টি। বিদেশমন্ত্রী বলেন, গত বছর লন্ডনের ভারতীয় হাই কমিশনে হামলা করা হয়েছিল।জয়শঙ্কর বলেন, গত বছর লন্ডনে ভারতের হাই কমিশন এবং সান ফ্রান্সিসকোতে কনস্যুলেটে যে হামলা হয়েছে, এর সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা ভারতের।

বিদেশমন্ত্রী আরও বলেন, কোনও দেশ যদি আমাদের দূতাবাসের উপর হামলার বিষয়টি নিয়ে পদক্ষেপ না করে তাহলে তা সেই দেশের জন্য মোটেই ভালো হবে না। আমরা কিন্তু তাদের একটা বার্তা পাঠাবো। আর মনে করি, কোনও দেশের জন্যই সেই বার্তা খুব একটা সম্মানজনক হবে না। এদিন আরও একবার বর্তমান ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গটিও উঠে আসে। উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বর পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনে অভিযোগ তুলেছিলেন দিল্লির দিকে। তার পর থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশ থেকেই দেশের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়। এর পর ভারত থেকে ৪০ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় কানাডা। ভারত বারবার অভিযোগ করে এসেছে কানাডা সন্ত্রাসবাদীদের চারণভূমি হয়ে উঠেছে। কানাডার প্রশয়েই খলিস্তানিরা নির্বিঘ্নে জীবনযাপন করছে।

 

Related articles

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...
Exit mobile version