Saturday, August 23, 2025

ফের একবার বিরাট কোহলিকে খোঁচা ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলছেন না বিরাট। পারিবারিক কারণে টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। লন্ডনে তাঁর এবং অনুষ্কার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। মনে করা হচ্ছে সেই কারণেই খেলছেন না বিরাট। আর এমন অবস্থায় বিরাটকে নিয়ে ফের একবার খোঁচা দিলেন গাভাস্কর।

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছেন না বিরাট। এমন অবস্থায় গাভাস্করের প্রশ্ন আসন্ন আইপিএল-এ খেলবেন তো বিরাট? নাকি তাও নয়? গাভাস্কর এক সাক্ষাৎকারে এই নিয়ে বলেন, “ বিরাট কি আদৌ খেলবে? কিছু একটা কারণে ও খেলছে না। হয়তো আইপিএল খেলবে না ও।” যদিও বিরাট আইপিএল খেলবেন না বলে কিছু জানাননি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটের টেস্ট না খেলার সিদ্ধান্ত যে, ভারতের প্রাক্তন ক্রিকেটার ভালভাবে নেননি তা তিনি বুঝিয়ে দিয়েছেন। শুধু তাই নয় বিরাট ছাড়াও সিরিজে নেই মহম্মদ শামি। চোটের কারণে বাদ পড়েন কে এল রাহুল। ফর্মে না থাকার কারণে বাদ পড়েন শ্রেয়স আইয়ার। বিশ্রাম দেওয়া হয় যশপ্রীত বুমরাহকেও। এর পরেও সিরিজ জিতে ভারত। তাই এই নিয়ে খোঁচা দেন গাভাস্কর। তিনি বলেন, “এতজন বড় নাম না থাকার পরেও সিরিজ জয়, সত্যিই অবিশ্বাস্য।”

এর আগেও বিরাটকে খোঁচা দিয়েছিলেন সুনীল গাভাস্কর। বিরাটের প্রথম সন্তান মেয়ে ভামিকার জন্ম হয় ২০২১ সালে। সেই সময়ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে এসেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দলকে ফেলে বিরাটের ফিরে আসা ভাল ভাবে নেননি সেসময় গাভাস্কর। বলেছিলেন, তাঁর ছেলে রোহণের জন্মের সময় ক্রিকেট থেকে কোনও ছুটি নেননি তিনি। বিরাট যদিও সে সবে কান দেননি।

আরও পড়ুন- সফল শামির গোড়ালির অস্ত্রোপচার, হাসপাতালের বেড থেকে নিজেই জানালেন সেই কথা

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version