Saturday, May 3, 2025

পুজো-ঢাকে বোল: বাঁকুড়া পৌঁছেই জনসংযোগ মুখ্যমন্ত্রীর, পথের দুধারে জনস্রোত

Date:

পুরুলিয়া থেকে বাঁকুড়া পৌঁছেই জনসংযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)। ভৈরব মন্দিরে পুজো দেন। লোকপ্রসার শিল্পীদের ঢাকে বোল তোলেন মমতা। শোনেন স্থানীয় মানুষের অভাব অভিযোগ।

মঙ্গলবার পুরুলিয়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ও সভা শেষ করে আকাশপথে বাঁকুড়া স্টেডিয়ামে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হেঁটে প্রায় ৬০০ মিটার রাস্তা সার্কিট হাউজ পর্যন্ত যান। ভৈরব মন্দিরে গিয়ে ধূপ দিয়ে আরাধনা করে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরোহিতের গায়ে চাদর পরিয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

পথে দুজন মহিলা রেলের উচ্ছেদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কাছে অভিযোগ জানান। কাঁদতে কাঁদতে বলেন, এখন তাঁরা গৃহহীন। ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুমা মালাকার তাঁকে জানান, তাঁর স্বামী পক্ষাঘাতগ্রস্ত। কিন্তু তাঁকে হাসপাতালে ভর্তি নিয়ে সমস্যা হচ্ছে। মুখ্যমন্ত্রী তাঁকে সার্কিট হাউজে আসার নির্দেশ দেন।

সার্কিট হাউজ পর্যন্ত পথের দুধারে দাঁড়িয়ে থাকা কন্যাশ্রীদের আশীর্বাদ করেন। সকলের সঙ্গে করজোড়ে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। সার্কিট হাউজে ঢোকার মুখে লোকপ্রসার শিল্পী মহিলা ঢাকিদের থেকে ঢাক নিয়ে তিনিও তাঁদের সঙ্গে তাল মিলিয়ে ঢাকে বোল তোলেন মমতা। তাঁকে ঢাক বাজাতে দেখে মহিলা শিল্পীরা আনন্দে আরও জোরে ঢাক বাজিয়ে এলাকা মাতিয়ে তোলেন।



Related articles

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...
Exit mobile version