Thursday, August 28, 2025

রাজনৈতিক জগতে শোকের ছায়া। প্রয়াত সমাজবাদী পার্টির প্রবীণ নেতা ও সম্ভলের প্রাক্তন সাংসদ শফিকুর রহমান বর্ক। মঙ্গলবার সকালে প্রয়াত হন তিনি। প্রয়াণকালে শফিকুরের বয়স হয়েছিল ৯৪ বছর। সংসদের প্রবীণতম সদস্য ছিলেন শফিকুর। দলের তরফে এক্স হ্যান্ডেলে শোকবার্তা দলের সুপ্রিমো অখিলেশ যাদবের।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন শফিকুর। মঙ্গলবার মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে হঠাৎ করে প্রচণ্ড জ্বরের সঙ্গে শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফেব্রুয়ারির শুরুতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকেই ক্রমাগত স্বাস্থ্য়ের অবস্থার অবনতি হচ্ছিল। প্রায় এক মাস চিকিৎসার পরও অবস্থার উন্নতি হয়নি। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্ষীয়ান সাংসদের মাল্টি অর্গান ফেলিওর হয়েছিল।
শফিকুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ২০২৩ সালের নয়া লোকসভায় বর্ষীয়ান সাংসদের প্রশংসা করেছিলেন মোদি। সভার মর্যাদা রক্ষায় ৯৩ বছর বয়সেই তিনি তাঁর আসন গ্রহণ করেন। মোদি তা দেখে বলেন, ‘সংসদের প্রতি এমনই আনুগত্য থাকা উচিত।’ শফিকুর চারবারের সমাজবাদী পার্টির বিধায়ক ও ২০১৯ সালে পঞ্চমবারের জন্য সম্ভল থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তার আগে ১৯৯৬, ১৯৯৮ ও ২০০৪, ২০০৯ সালে মোরাদাবাদ আসন থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন।
১৯৩০ সালের ১১ জুলাই জন্ম শফিকুরের। রাজনীতিতে যোগ দিয়েছিলেন চৌধুরী চরণ সিংয়ের সঙ্গে। বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক ছিলেন শফকুর। সৎ রাজনীতিক ও মুসলিমদের দাবি-দাওয়া তুলে ধরা জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন খুব অল্প সময়ের মধ্য়েই। এরপর মুলায়ম সিং যাদবের সংস্পর্শে এসে সমাজবাদী পার্টি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক জগতে শোকের ছায়া।

 

Related articles

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...
Exit mobile version