Friday, November 14, 2025

সন্দেশখালিতে যাই হোক না কেন সন্দেশখালির মানুষ কিন্তু বুঝতে পারছেন যে এই সরকার সংবেদনশীল সরকার। যদি কোথাও কোনও ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধনের প্রক্রিয়া চলছে। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।এদিন শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে কুণাল বলেন, পুলিশই পারে শাহজাহানকে ধরে আনতে। সেই প্রক্রিয়া চলছে। আমরা দলের তরফ থেকে পুলিশ প্রশাসনের উপর পূর্ণ আস্থা রাখছি। আদালত যখন পুলিশকে অনুমতি দিয়েছে তখন যত তাড়াতাড়ি সম্ভব শাহজাহান গ্রেফতার হবে। তার স্পষ্ট কথা, যে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল সেটা মেটাতে নিবিড় জনসংযোগের ব্যবস্থা করেছে সরকার। কখনও দলের তরফ থেকে, কখনও মন্ত্রীরা গিয়ে, কখনও ‘দুয়ারে সরকার’, কখনও ‘দিদিকে বল’ কর্মসূচির মাধ্যমে নানান ভাবে গ্রামবাসীদের অভিযোগ শুনে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এর পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন, সে প্রসঙ্গে কুণাল বলেন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে বলবো আপনি নিজের চরকায় তেল দিন। সন্দেশখালি নিয়ে চিঠি দিয়েছেন। তিনি কী জানেন সন্দেশখালি সম্পর্কে? কত মানুষ উপকৃত হয়েছেন জানেন? যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। উত্তরপ্রদেশে, প্রয়াগরাজে যখন ঘটনা ঘটে তখন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী চিঠি লিখতে পারেন না, প্রশ্ন কুণালের। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন দলিতদের ওপর, আদিবাসীদের উপর অত্যাচার হয় তখন চিঠি লিখতে পারেন না? যখন মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, তখন আপনারা কোথায় থাকেন? বছর পার অথচ মণিপুর এখনও অশান্ত, তখন চিঠি লিখতে পারেন না?

 

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...
Exit mobile version