Thursday, January 15, 2026

অ্যালকেমিস্ট-তদন্তে আগে মিঠুনকে ধরুক! অরূপকে ED-র নোটিশে তীব্র আক্রমণ কুণালের

Date:

Share post:

চিটফান্ড সংস্থা অ্যালকেমিস্ট সংক্রান্ত মামলায় এবার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে নথি তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। লোকসভা ভোট যত এগিয়ে আসছে বিজেপি বিরোধী দলগুলির শীর্ষনেতাদের কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখাচ্ছে বিজেপি। অ্যালকেমিস্ট নিয়ে প্রচারের মুখ হয়ে মিঠুন চক্রবর্তী সামনে এলেও অরূপ বিশ্বাসকে চিটফান্ড মামলায় তলব করল ইডি। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, পদ্মভূষণ মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ না করে অন্য লোকের কাছে নোটিশ নিয়ে ঘুরছে কেন্দ্রীয় এজেন্সি।

মঙ্গলবার রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ তথা বিদ্যুৎ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে নোটিশ পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অ্যালকেমিস্ট চিটফান্ড মামলার সময় তিনি ছিলেন তৃণমূলের কোষাধ্যক্ষ। সেই সূত্রেই তাঁর কাছে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চিটফান্ড সংস্থার টাকা খরচে হিসাবে গরমিলের বিষয়টি নিয়ে তথ্য যাচাই করতে তৎকালীন তৃণমূল কোষাধ্যক্ষকে তলব। অরূপ বিশ্বাস তথ্য পেশ করতে কিছুটা সময় চেয়েছেন। কেন্দ্রীয় এজেন্সি বিষয়টি বিবেচনায় রেখেছে।

দীর্ঘদিন ধরে অ্যালকেমিস্ট চিটফান্ড তদন্তে কোনও অগ্রগতি হয়নি, লোকসভা ভোটের আগে সেই তদন্তের খাতা হঠাৎই খুলে বসেছে কেন্দ্রীয় সংস্থা। তবে অরূপ বিশ্বাসকে তলব নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূলের। কুণাল ঘোষের দাবি, ‘অ্যালকেমিস্ট নিয়ে কোনও তদন্তে প্রথমেই গ্রেফতার করা উচিত মিঠুন চক্রবর্তীকে। তিনি ছিলেন অ্যালকেমিস্টের ঘোষিত ব্র্যান্ড অ্যাম্বাসাডার। অ্যালকেমিস্টের মিঠুন চক্রবর্তী বিজেপিতে রয়েছেন। বিজেপি তাঁকে পদ্মভূষণ দিচ্ছে। সেই জায়গায় অন্য লোকের কাছে গিয়ে নোটিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।’

অরূপ বিশ্বাস জানিয়েছেন, যে সময়কার কথা সেসময় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন মুকুল রায় ও কোষাধ্যক্ষ ছিলেন তমোনাশ ঘোষ। এই মুহূর্তে তিনি দলের কোষাধ্যক্ষ। সেই কারণেই সম্ভবত তথ্য জানতে তাঁকে ডাকা হয়েছে। আরও জানান, ইডি-র কাছ থেকে সময় চেয়েছেন। দলের সঙ্গে কথাও বলছেন তিনি।

spot_img

Related articles

যত কাণ্ড ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনেই, স্টেডিয়ামে বাঁদর! পাখির উপদ্রবে থমকে গেল ম্যাচ

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে(India Open )। দিল্লিতে দূষণের জন্য নাম তুলে নিয়েছেন ডেনমার্কের তারকা...

সিঙ্গুরে ‘টাটার মাঠে’ মোদির সভার জন্য বিনা অনুমতিতে জমি কেড়েছে বিজেপি! বিডিও-কে নালিশ

ন্যানোর জন্য জমি কাড়ার বিতর্কে পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভার জন্য সিঙ্গুরে (Singur) অনুমতি না...

SIR-এর চাপে ব্যাহত ক্লাস! লেখাপড়ার ঘাটতি মেটাতে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবার ডিজিটাল লার্নিং

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার (SIR duty impact) বাড়তি দায়িত্বে সাম্প্রতিক মাসগুলিতে বহু শিক্ষক নিয়মিত ক্লাস নিতে...

রাজ্যে নতুন ৯টি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাচিউট অনুমোদন

রাজ্যের নয়টি নতুন বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম বিধি’ বা ফার্স্ট স্ট্যাচিউট কার্যকর হল। রাজ্যপাল তথা আচার্য ড. সি ভি আনন্দ...