Monday, August 25, 2025

রাজ্যসভা ভোটে নজর কাড়লেন অমিতাভ-পত্নী। মঙ্গলবার উত্তরপ্রদেশে বিজেপি ৮ আসনে জয়ী হয়েছে। কিন্তু আলোচনার শিরোনামে সমাজবাদী পার্টির জয়া বচ্চন (Jaya Bachchan)। কারণ অখিলেশের দলের দুই নির্বাচিত প্রার্থীর মধ্যে তিনিই তো অন্যতম। সবচেয়ে বেশি ভোট পেয়েছেন জয়া বলেই জানা যাচ্ছে। এই নিয়ে পঞ্চমবারের জন্য জয়ী হলেন তিনি। সপার (Samajwadi Party)আরেক জয়ী প্রার্থী হলেন রামজিলাল সুমন। জয়ার (Jaya Bachchan)জয়ের ফলে রাজ্যসভায় (Rajya Sabha) আরও একবার তাঁর নয়া ইনিংস শুরু।

বচ্চন বধু অভিনয়ের মাধ্যমে লাইমলাইটে এলেও পরবর্তীতে রাজনীতিতে নাম জড়িয়ে একাধিক বিতর্কের জেরে জয়াকে নিয়ে শিরোনামে আসতে হয়েছে।এর আগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের সামনেই মেজাজ হারিয়ে বিতর্কে জড়িয়েছিলেন জয়া। পরে অবশ্য ক্ষমাও চেয়ে নেন। তাঁর এই জয়ে খুশি দল বলেই সমাজবাদী পার্টি সূত্রে খবর। মঙ্গলবার উত্তরপ্রদেশে (Uttar Pradesh)রাজ্যসভা নির্বাচনের আগেই ক্রসভোটিং নিয়ে গুঞ্জন ছিল। বিশেষত ৮ জন সমাজবাদী পার্টির বিধায়ক দলীয় বৈঠকে উপস্থিত না থাকায় এই আশঙ্কা বাড়ে। অন্যদিকে কর্নাটকে হাত শিবিরের অজয় মাকেন, জি সি চন্দ্রশেখর ও সইদ নাসির হুসেন এবং বিজেপির নরাংশ কে ভাঙড়ে নির্বাচিত হন। অন্যদিকে হিমাচলে বিজেপির হর্ষ মহাজন কংগ্রেসকে হারিয়েছেন। কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভির এই হার বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যে বুধবার সকালেই রাজ্যপালের কাছে আস্থা ভোটের আর্জি জানিয়েছে পদ্ম নেতৃত্ব।


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version