জল্পনার অবসান ঘটিয়ে নিজের জীবনের সবথেকে সুন্দর মুহূর্তের কথা এবার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বৃহস্পতিবার সকাল সকাল সুখবর দিয়েছেন ‘পাঠান’ অভিনেত্রী।২০২৪ এর সেপ্টেম্বরেই মা-বাবা হচ্ছেন দীপিকা- রণবীর(Deepika Padukone Ranveer Singh) । খুশি তারকা জুগলের ফ্যানেরা।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে দীপিকা ও রণবীর জুটি নিজেদের জীবনের আগামী অধ্যায়ে প্রবেশ করতে প্রস্তুত। ইতিমধ্যেই বলিউডের একাধিক কাপল সন্তান আগমনের কথা জানিয়েছেন। এবার সেই তালিকায় জুড়ে গেল দীপিকা-রণবীরের নাম। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু বেবি টয়েজ এবং বাচ্চার জামা জুতোর ছবি দিয়ে মা হওয়ার খবরে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী।
