পার্থর জামিন মামলায় সিবিআই-কে স্থায়ী বাড়ি নেওয়ার পরামর্শ বিচারপতি বাগচীর

সিবিআই-কে উদ্দেশ্য করে বিচারপতি বাগচী বলেন, আপনারা এখানে স্থায়ী বাড়ি কেন নিচ্ছেন না?

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় সিবিআই-কে স্থায়ী বাড়ি নেওয়ার পরামর্শ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। বৃহস্পতিবার শুনানির সময় সিবিআই-কে উদ্দেশ্য করে বিচারপতি বাগচী বলেন, আপনারা এখানে স্থায়ী বাড়ি কেন নিচ্ছেন না? আপনাদের হাতে তো হাজারের ওপর মামলা আছে।

সেই সময় সিবিআইয়ের আইনজীবী জানান, ৫০০-র বেশি মামলা আছে।প্রসঙ্গত, নিয়োগ মামলার বিচার প্রক্রিয়া নিয়ে সিবিআই রিপোর্ট তলব করেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। নিম্ন আদালতে কবে থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে? কবে শেষ হবে? হলফনামা দিয়ে তা জানাতে সিবিআই-কে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যেও বিচারপতি বলেন,সিবিআই অভিযোগ আনছে, আপনি তো মন্ত্রী ছিলেন, সরাসরি নিয়োগ আপনি করতেন বলে অভিযোগ আনা হচ্ছে? নাকি প্রভাব খাটিয়ে নিয়োগ করা হত? সম্পূর্ণ অভিযোগ খতিয়ে দেখে জানান। ২৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।

 

Previous articleএকই মাসে ‘চৌরঙ্গী’র তৃতীয় নক্ষত্র পতন! প্রয়াত গীতিকার মিল্টু ঘোষ
Next articleবিক্ষোভ চলাকালীন হিংসা ছড়ানোর অভিযোগ! কৃষকদের ভিসা-পাসপোর্ট বাতিলের হুঁশিয়ারি হরিয়ানা পুলিশের