একই মাসে ‘চৌরঙ্গী’র তৃতীয় নক্ষত্র পতন! প্রয়াত গীতিকার মিল্টু ঘোষ

চৌরঙ্গী’ ছবির মান্না দে-র গাওয়া উত্তম কুমারের ঠোঁটে “বড় একা লাগে“ গান আজও বাঙালি শ্রোতার কানে বাজে।

“এসো মা লক্ষ্মী বসো ঘরে“- এই গান ছাড়া ভাবাই যায় না বাঙালীর কোজাগরী লক্ষ্মীপুজো। লক্ষ্মীবারের সকালেই প্রয়াত হলেন সেই গানের গীতিকার মিল্টু ঘোষ। তিনি জনপ্রিয় বাংলা ছবি ‘চৌরঙ্গী’র গীতিকার ছিলেন। ফেব্রুরি মাস পড়তে না পড়তেই একে বিদায় নিচ্ছেন ‘চৌরঙ্গী’র নক্ষত্ররা। অভিনেত্রী অঞ্জনা ভৌমিক (Anjana Bhowmik), সুরকার অসীমা মুখোপাধ্যায়ের (Asima Mukharjee) পরে এবার মিল্টু ঘোষ (Miltu Ghosh)।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মিল্টু ঘোষ। বয়স হয়েছিল ৯০ বছর। নবতিপর গীতিকারের বাড়ি বরানগরে। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার, সকাল ৯টা নাগাদ তাঁর মৃত্যু হয়। ‘চৌরঙ্গী’ ছবির মান্না দে-র গাওয়া উত্তম কুমারের ঠোঁটে “বড় একা লাগে“ গান আজও বাঙালি শ্রোতার কানে বাজে।

আশ্চর্যজনকভাবে ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসের শুরুতে চলে গেলেন ‘চৌরঙ্গী’ -র নায়িকা অঞ্জনা ভৌমিক। গত সপ্তাহেই মৃত্যু হয় সুরকার-প্রযোজক অসীমা মুখোপাধ্যায়ের। “বড় একা লাগে“ গানটি সুরকার ছিলেন তিনি। এবার চলেছে গেলেন ওই গানের গীতিকার মিল্টু ঘোষ। পরপর তিন নক্ষত্র পতনে শোকস্তব্ধ টলিউড৷

Previous articleদেড় বছরের শিশুকে খুন এবং প্রমাণ লোপাটে মা ও প্রেমিককে মৃত্যুদণ্ড
Next articleপার্থর জামিন মামলায় সিবিআই-কে স্থায়ী বাড়ি নেওয়ার পরামর্শ বিচারপতি বাগচীর