Tuesday, August 26, 2025

আজ লাল-হলুদের সামনে ওড়িশা এফসি, কোচ ছাড়াই আজ পরীক্ষায় ক্লেটনদের

Date:

আজ আইএসএলের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ওড়িশা এফসি। মাসখানেক আগে ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে সার্জিও লোবেরার ওড়িশা এফসি-কে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। আবার সেই একই মাঠে একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে তারা। তবে সুপার কাপের ইস্টবেঙ্গলের সঙ্গে এই দলের অনেক ফারাক। দলে নতুন বিদেশি এসেছেন। তার উপর জোড়া ধাক্কায় বেসামাল লাল-হলুদ। কার্ড সমস্যার কারণে দল পাচ্ছে না নির্ভরযোগ্য ডিফেন্ডার হিজাজি মাহেরকে। একই কারণে রয় কৃষ্ণাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগ আউটে থাকবেন না কোচ কার্লোস কুয়াদ্রাত। পরিবর্তে আজ বেঞ্চে বসবেন সহকারী কোচ ডিমাস ডেলগাডো। এই অবস্থায় ওড়িশাকে হারিয়ে লিগে আট নম্বর থেকে প্রথম ছয়ের আরও কাছে পৌঁছনোর কাজটা বেশ কঠিন ক্লেটন সিলভাদের কাছে।

সুপার কাপ ফাইনালের ভিডিও পোস্ট করে লিগ শীর্ষে থাকা ওড়িশা-র তরফে কার্যত হুঁশিয়ারি দিয়ে সেখানে লেখা হয়েছে, ‘‘আমরা কিছুই ভুলে যাইনি।’’ তাই লড়াই খুব কঠিন। কৃষ্ণা, দিয়েগো মরিসিওদের আটকানোর পরীক্ষা হিজাজিহীন ইস্টবেঙ্গল রক্ষণের। ডাগ আউটে না থাকলেও কলিঙ্গের গ্যালারিতেই থাকবেন কুয়াদ্রাত। যুবভারতীর কনফারেন্স রুমের শেষ সারিতে বসে ডেলগাডো, সায়নদের সাংবাদিক সম্মেলন শোনেন স্প্যানিশ কোচ। সোমবার সকালে যুবভারতীতে অনুশীলন করে ভুবনেশ্বর উড়ে যায় ইস্টবেঙ্গল। দলের সঙ্গে গিয়েছেন হরমনজ্যোৎ খাবরা। তিনি খেলতে পারেন। চাপ কমাতে প্র্যাকটিসে বিশ্রাম দেওয়া হয় নন্দ কুমারকে। দলের সঙ্গে রিহ্যাব শুরু করেছেন চোট সারিয়ে ফেরা অস্ট্রেলীয় ডিফেন্ডার জর্ডন এলসে।

কুয়াদ্রাতের সহকারী ডেলগাডো বললেন, ‘‘প্রধান কোচের না থাকার প্রভাব ম্যাচে পড়বে না। আমাদের কাছে এটা খুবই স্বাভাবিক। মরশুমের শুরু থেকে আমরা একসঙ্গে কাজ করছি। সবাই নিজেদের কাজটা জানে। কী করতে হবে তা ছেলেরা জানে। আমরাও বুঝিয়ে দিচ্ছি। তাই আমাদের চিন্তার কিছু নেই।’’ যোগ করেন, ‘‘বড় দলের বিরুদ্ধে আমরা ভাল খেলি। সেটা করেও দেখিয়েছি। আগে ওড়িশার বিরুদ্ধে যেমন লড়াই করেছে দল, আশা করছি এবারও সেটা হবে। ওড়িশার কাজটা কঠিন করতে চাই।’’

কার্ড সমস্যার কারণে মোহনবাগানের বিরুদ্ধে আহমেদ জাহুকে পায়নি ওড়িশা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঝমাঠের সেরা ফুটবলারকে পাবে লোবেরার দল। কুয়াদ্রাতের দল অবশ্য প্রতিপক্ষ নিয়ে মাথা ঘামাতে চায় না।

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version