Monday, December 1, 2025

“আপনার হাতে নিষ্পাপ মেয়েদের রক্ত”! ২ নাবালিকা খুনে যোগীকে নিশানা তৃণমূলের

Date:

Share post:

যোগীরাজ্যে দুই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে দেশ। উত্তর প্রদেশের (Uttar Pradesh) কানপুরের (Kanpur) কাছে ঘাটামপুরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দুই নাবালিকার দেহ উদ্ধার হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) একহাত নিল তৃণমূল কংগ্রেস (TMC)। ঘটনার তীব্র নিন্দা করে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে যোগী আদিত্যনাথকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar) ও মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)। এদিন যোগী আদিত্যনাথকে ট্যাগ করে তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার প্রশ্ন তোলেন, “কবে বন্ধ হবে এই ধরনের নৃশংসতা? আপনার ডবল ইঞ্জিন সরকার নারী বিরোধী, ‘জঙ্গলরাজ সরকার’ ছাড়া আর কিছুই নয়! কাকলী আরও লেখেন, “ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে বেটি বাঁচানোর উদ্দেশে গলাবাজি করছেন সেখানে যোগী সরকার মেয়েদের মেরে ফেলছে।”

পাশাপাশি এই প্রসঙ্গে মন্ত্রী শশী পাঁজার অভিযোগ, “যোগীরাজ্যে আরও একটি হৃদয়বিদারক ঘটনা। ঘাটমপুরে দুই নাবালিকাকে গণধর্ষণের পর দুজনকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এরপরই যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মন্ত্রী বলেন, আপনার ব্যর্থতার ‘ভয়াবহ স্মারক’। ঘটনায় অবিলম্বে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জবাবদিহি করার কথা মনে করিয়ে দিয়ে শশীর খোঁচা আপনার হাত ইতিমধ্যে নিষ্পাপ মেয়েদের রক্তে রক্তাক্ত।

গত বুধবারই গম ক্ষেতের কাছে একটি গাছে ওড়নায় ফাঁস দেওয়া নাবালিকাদের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদের পরিবারের অভিযোগ ধর্ষণের পর খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁদের। পরে যোগী পুলিশ গণধর্ষণের অভিযোগ দায়ের করতে বাধ্য হলেও খুনের অভিযোগ দায়ের করেনি বলে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ইতিমধ্যে আটক করা হয়েছে অভিযুক্ত ইটভাটার মালিক ও অন্য দুজনকে।

spot_img

Related articles

অতি সঙ্কটজনক খালেদা জিয়া! দ্রুত আরোগ্য কামনায় দোয়া BNP-র

“বেগম জিয়া এখনও খুব গভীর সংকটের মধ্যে গুরুতর অসুস্থ, তবে গতকাল বা গত পরশু যে অবস্থায় ছিলেন, আজও...

সোনালি ও সন্তানকে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, বাংলাদেশে জামিন ৬ জনের

জুন পেরিয়ে জুলাই। জুলাই থেকে একে একে পেরিয়ে গেল নভেম্বরও। আজও দেশে ফিরতে পারলেন না বেআইনিভাবে বাংলাদেশের পাঠিয়ে...

শক্তি খুইয়ে দিতওয়াহ এবার গভীর নিম্নচাপ: বঙ্গে তাপমাত্রায় প্রভাব

শ্রীলঙ্কাকে ডুবিয়ে ভারতকে কার্যত ওয়াকওভার দিল দিতওয়াহ। ঘূর্ণিঝড় এখন শুধুই গভীর নিম্নচাপ। বৃষ্টির পূর্বাভাস (rain forecast) থাকলেও তার...

বিশ্ব এইডস্ দিবসে সচেতনতার বার্তা দিতে বিবেকের পক্ষ থেকে আলোচনা সভা

বিশ্ব এইডস্ (AIDS) দিবস উপলক্ষে বিবেকের পক্ষ থেকে জয়হিন্দ ভবনে আলোচনা সভার আয়োজন। মানুষের স্বার্থে দীর্ঘ ২৭ বছর...