কোথাও পরিষ্কার আকাশ, কোথাও আবার মেঘলা সকাল। সপ্তাহের মাঝে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে শনিবার পর্যন্ত শুষ্ক পরিবেশ থাকবে কোথাও বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। কিন্তু সপ্তাহ শেষে পরিবর্তন হতে পারে। আগামী দুদিনে তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রির পারদ ছোঁবে বলে অনুমান করা হচ্ছে।

সকাল রাতে ঠান্ডা কিন্তু বেলা বাড়তেই গরম। বসন্তের উইকেন্ডে এর বৃষ্টির আমেজ ধরা দেবে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি বেশি হবে মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। শনিবার থেকেই বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। সিকিম ও অরুণাচলে শনি ও রবিবার তুষারপাতের আশঙ্কা রয়েছে।
