Tuesday, December 9, 2025

৩৯ জন চাকরিপ্রার্থীর নিয়োগ নিয়ে বড় নির্দেশ আদালতের!

Date:

Share post:

প্রাথমিক শিক্ষা পর্ষদকে (Primary Education Board) নয়া প্যানেল প্রকাশের নির্দেশ দিল কলকাতা আদালত (Calcutta High Court)। শুক্রবার হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Mantha)এজলাসে প্রাথমিক মামলার শুনানি ছিল। তখনই নতুন প্যানেল প্রকাশ করে ৩৯ জন প্রার্থীকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় আদালত। এই মামলায় ৯,৫৩৩ জনের নিয়োগের একটি প্যানেল প্রকাশ করার নির্দেশ আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলাকারী চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত। তাঁদের ওই প্রশিক্ষণের শংসাপত্র যদি গ্রাহ্য হয়, তবে সুপ্রিম কোর্টের প্যানেলের ৯,৫৩৩ জন চাকরিপ্রার্থীর চেয়েও তাঁদের প্রাপ্য নম্বর বেশি। এর প্রেক্ষিতে হাইকোর্ট জানায় যে সুপ্রিম নির্দেশে যে প্যানেল প্রকাশ করা হয়েছে তাতে হাত দেওয়ার প্রয়োজন নেই। তবে ৩৯ জন প্রার্থীর ডিএলএড প্রশিক্ষণের শংসাপত্র আগে যাচাই করতে হবে। এরপরই নতুন প্যানেল প্রকাশ করতে হবে।

বিচারপতি মান্থা শুনানি চলাকালীন জানান, আগে দেখতে হবে মামলাকারীরা পাশ করেছেন কী না। যদি দেখা যায়, সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি প্যানেলের অন্তর্ভুক্ত প্রার্থীদের থেকে মামলকারীরা বেশি নম্বর পেয়েছেন, তা হলে এঁদের জন্য আলাদা প্যানেল করতে হবে। এবং সেই মতোই নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর আগে ২০২২ সালে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেয়। মামলা যায় শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ তুলে প্রায় ১২ হাজার প্রার্থীর মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেয়। সেই মতো ১১৭৫৮টি শূন্যপদের মধ্যে ৯৫৩৩ পদে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের প্যানেল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার পর ওই ১২ জন আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এছাড়া DLEd প্রশিক্ষিত আরও ৩৯ জনও আলাদা করে মামলা করেন আদালতে। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিলেন বিচারপতি মান্থা।


spot_img

Related articles

শ্রীকৃষ্ণর মূর্তিকেই বিয়ে উত্তরপ্রদেশের ২৮ বছরের যুবতীর 

এ যেন রিয়েল লাইফ কৃষ্ণ ভক্ত মীরার গল্প। কৃষ্ণ প্রেমে বিভোর আর অবশেষে তাঁর মূর্তিতেই মালা দিলেন উত্তরপ্রদেশের...

আজ কোচবিহার রাসমেলার মাঠে রাজনৈতিক জনসভা মমতার

এসআইআর (SIR) আবহে মঙ্গলবার কোচবিহার রাসমেলার মাঠে রাজনৈতিক জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার কোচবিহারে...

জাপানে জোরালো ভূমিকম্প! দানবীয় ঢেউয়ে ফুঁসছে সমুদ্র, জারি সুনামি সতর্কতা

৭.৬ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল 'সূর্যোদয়ের দেশ' (earthquake in Japan)। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে জাপানের...

হাতে গুরুতর চোট! হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ মামলায় জামিন পাওয়ার পর থেকেই বেহালার বাড়িতেই  ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে আচমকাই বাড়ির বাথরুমে...