Tuesday, November 11, 2025

সংসদ সদস্যদের উপর ডিজিটালি নজরদারি নয়: সুপ্রিম কোর্ট

Date:

সংসদের সদস্যদের উপর ডিজিটালি নজরদারি করার নির্দেশ মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। শুক্রবার এজলাসে এই মামলার শুনানি শুরু হতেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের (CJI D.Y. Chandrachud,Justices J.B. Pardiwala and Manoj Misra) বেঞ্চ PIL খারিজ করে দেন। শুধু তাই নয় ভবিষ্যতেও যে এই সংক্রান্ত মামলা করা যাবে না, সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত (SC)। প্রধান বিচারপতি জানান, দেশের সাংসদ – বিধায়কদের উপর এভাবে নজরদারি সম্ভব নয়।

আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানায় এভাবে কারোর মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা যায়না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ পর্যবেক্ষণ হল, যে আদালত সমস্ত নির্বাচিত সাংসদদের ডিজিটালি পর্যবেক্ষণ করতে পারে না। প্রত্যেকের গোপনীয়তার মৌলিক অধিকার রয়েছে। এরকম পর্যবেক্ষণ শুধুমাত্র একজন দোষী সাব্যস্ত অপরাধীর জন্য করা হয়। কারণ এটা মনে করা হয় যে অপরাধী হয়তো ন্যায়বিচার থেকে পালিয়ে যেতে পারেন। এরপরই আদালত জানায় এই বিষয়ে যুক্তি দেখাতে চাইলে সেক্ষেত্রে মামলাকারীর উপর প্রায় ৫ লক্ষ টাকা আরোপ করা হবে। এভাবে আদালতের সময় নিয়ে ছেলেখেলা করা উচিত নয়। এদিন শুনানির সময় আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন,”জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচিত হওয়ার পর সাংসদরা শাসকের মতো আচরণ শুরু করেন। জনসেবকের এই আচরণ কাঙ্খিত নয়। এই যুক্তি প্রত্যাখ্যান করে প্রধান বিচারপতি বলেছেন,”সব সংসদ সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ করা যায় না। গণতন্ত্রে একজন নাগরিক কীভাবে আইন তৈরি করবে? নির্বাচিত সংসদ সদস্যদের অংশগ্রহণের পর সংসদে সমস্ত আইন পাস হয়। স্বতন্ত্র নাগরিক হিসেবে আমরা আইনকে ‘ব্যক্তিগত’ বলে চিহ্নিত করতে পারি না।” তাই এই ধরণের মামলাকে সময় দেওয়া মানে আদালতের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষতি। যদিও কোনও ফাইন আরোপ করা হয়নি বলেই খবর।


Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version