মোহনবাগানের মাথায় শুধু ডার্বি, কী বললেন কোচ হাবাস?

জামশেদপুর-বধের পর হাবাস বলেন, ‘‘মনবীর যে ভারতের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠতে পারে, অনেক আগেই আমি বলেছিলাম।

আইএসএলে দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। শুক্রবার জামশেদপুর এফসি-কে উড়িয়ে আইএসএলে লিগ-শিল্ড জয়ের লক্ষ্যে এগোচ্ছে মোহনবাগান। এবার সামনে ডার্বি। বড় ম্যাচ নিয়ে জটিলতা না কাটলেও মেগা ম্যাচ নিয়ে ভাবনা শুরু সবুজ-মেরুন শিবিরে। জামশেদপুরের বিরুদ্ধে দলের তিন বিদেশি গোল পাওয়ায় স্বস্তি পেয়েছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ডার্বির আগে রক্ষণে ভরসা দিয়েছেন আনোয়ার আলি, শুভাশিস বোসরা। দলও ক্লিনশিট রেখেছে। সতীর্থদের দিয়ে গোল করিয়ে জামশেদপুর ম্যাচের নায়ক মনবীর সিংয়ের পারফরম্যান্সেও দারুণ খুশি সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ।

জামশেদপুর-বধের পর হাবাস বলেন, ‘‘মনবীর যে ভারতের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠতে পারে, অনেক আগেই আমি বলেছিলাম। এখন ও সেটাই প্রমাণ করছে। বিভিন্ন পজিশনে ও খেলতে পারে। তবে মনবীর আমাদের দলে দুই উইং দিয়েই সবচেয়ে ভাল খেলে।’’ সামনে ডার্বি, নতুন লড়াই। কিন্তু বড় ম্যাচ নিয়ে জট এখনও কাটেনি। হাবাস বলছেন, ‘‘ডার্বি নিয়ে জটিলতা কর্তৃপক্ষ দেখবে। আমাদের যখন খেলতে বলা হবে খেলব। ডার্বি অন্য ম্যাচ, আলাদা প্রতিপক্ষ। লড়াই সহজ হবে না।’’

মনবীর, দিমিত্রি পেত্রাতোসদের মাথাতেও ঢুকে পড়েছে ডার্বি। মনবীর বলছেন, ‘‘ডার্বি দুই ক্লাবের কাছেই গুরুত্বপূর্ণ। আমরা এখন ভাল অবস্থায় রয়েছি। একশো শতাংশ দিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করব।’’ ইস্টবেঙ্গল ম্যাচের আগে যে ৮-৯ দিন সময় আছে, সেই সময়টাকে ভাল ভাবে কাজে লাগাতে চান তারকা উইঙ্গার।

চোট সারিয়ে ফেরার পর নিজের সেরা ছন্দে রয়েছেন মনবীর। উঠে-নেমে খেলছেন। নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। মনবীর আরও বলেন, ‘‘আমি নিজের খেলা উপভোগ করছি। কোচ যেখানে যেভাবে খেলার নির্দেশ দেন, সেভাবেই খেলার চেষ্টা করি এবং নিজের সেরাটা দিই।’’ দিমিত্রির গলায় হুঙ্কার। বলেছেন, ‘‘ডার্বি সবসময় খেলতে ভাল লাগে। এই ম্যাচ থেকেও তিন পয়েন্ট পেতে হবে।’’

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Previous articleস্থানীয় প্রার্থী না দিলে দলের বিরুদ্ধে লড়ার হুঁশিয়ারি! বিধায়কের মন্তব্যে পাল্টা চাপে বিজেপি  
Next articleএবার রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মঙ্গলে কোন দলে যোগ?