‘সমাজমাধ্যম সব সময় সত্যি কথা বলে না’, দিদি নাম্বার ওয়ানে অকপট মমতা 

রবির সন্ধ্যায় বাঙালির ড্রয়িংরুমে অন্য মেজাজে ধরা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)। জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ানের (Didi No 1) মঞ্চে মমতা ম্যাজিক (Mamata Banerjee)। তবে গল্প আড্ডার মাঝেও সামাজিক বার্তা দিতে ভোলেননি তিনি । অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) সঙ্গে কখনও শৈশবের স্মৃতিচারণা, আবার কখনও ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly), শ্রীরাধা বন্দোপাধ্যায়দের (Sriradha Banerjee) রুটি বেলার খেলায় অনুপ্রেরণা দেওয়া – ‘ইউনিভার্সাল দিদি’ জমিয়ে দিলেন শো। এর মাঝেই বেশকিছু গুরুত্বপূর্ণ বার্তা দিলে মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া আর মিমের যুগে যেভাবে এক কথার অন্য মানে হয়ে যাচ্ছে কিংবা বক্তব্যের অপপ্রচার হচ্ছে তা থেকে তরুণ প্রজন্মকে সতর্ক থাকার অনুরোধ করেন মমতা (Mamata Banerjee)।

সকলকে নিয়ে চলতে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তাঁর অফুরান এনার্জির আসল রহস্য মানুষের ভালোবাসা। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে অকপট তৃণমূল কংগ্রেস নেত্রী। একদিকে প্রশাসনিক কাজের দায়িত্ব সামলানো, অন্যদিকে নিজের পছন্দের কাজে সময় দেওয়া – একসঙ্গে সব দিক ব্যালেন্স করতে পারেন মমতা। তিনি যেমন সকলকে নিয়ে থাকেন, ঠিক সেভাবে এখনকার প্রজন্মের সকলকে নিয়ে চলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এমন কথাই শোনা গেল মুখ্যমন্ত্রী মুখে। তবে আজকালকার দিনে সমাজমাধ্যমের কারণে অনেক সময় ভুল তথ্য চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয় তরুণ প্রজন্ম। এই বিষয় সম্পর্কে সতর্ক থাকতে অনুরোধ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কোনও রাজনৈতিক বক্তব্য উদ্ধৃত না করেই মমতা বলেন, বিভিন্ন সময় বেশ কিছু কথা বা আচরণের ভুল ব্যাখ্যা করা হয় সোশ্যাল মিডিয়ায়। এর ফলে অনেকেই সহজে প্রভাবিত হয়ে যান। এটা ঠিক নয়। যাঁরা এই ধরনের কনটেন্ট তৈরি করছেন তাঁদেরও যেমন উচিত আসল সত্যিটা সামনে আনা, ঠিক তেমনই যাঁরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তাঁরাও যাতে চোখ বুজে সব বিশ্বাস না করেন সেই বার্তাও দেন মুখ্যমন্ত্রী।

 


Previous articleআজ কলকাতায় নির্বাচন কমিশনের বৈঠক বাতিল!
Next articleদক্ষিণের পর উত্তর, মার্চ জুড়ে বাংলায় ‘ডেলি প্যাসেঞ্জারি’ মোদির