Saturday, August 23, 2025

মিচিগানসহ তিন অঙ্গরাজ্যের ককাসে জয়, প্রেসিডেন্ট লড়াইয়ে এগোলেন ট্রাম্প

Date:

Share post:

ফের জয় পেলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।প্রতিপক্ষ নিক্কি হ্যালের বিরুদ্ধে জয় পেয়েছেন তিনি। ‘রিপাবলিকান ককাস’-এ প্রাথমিক নির্বাচনে মিচিগান, মিসৌরি এবং ইডাহো প্রদেশে নিক্কির বিরুদ্ধে জয়ী হয়েছেন ট্রাম্প। এই জয়ের ফলে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার এক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প। নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেমোক্রেটিক দলের তরফে ভোটে দাঁড়াবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর প্রতিপক্ষ হিসাবে রিপাবলিকানদের পক্ষ থেকে লড়াইয়ে শামিল হওয়ার জন্য ট্রাম্প এবং নিক্কির মধ্যে ভোটাভুটি চলছে। শনিবার মিচিগানে ৯৮ শতাংশ ভোট পেয়েছেন। ট্রাম্পের প্রাপ্ত ভোটের সংখ্যা ১৫৭৫। নিক্কি পেয়েছেন মাত্র ৩৬টি ভোট।মিশিগানের পশ্চিমের শহর গ্র্যান্ড র‍্যাপিডসে প্রেসিডেনশিয়াল ককাসে অংশ নেন রিপাবলিকান দলের ১ হাজার ৬ শয়ের বেশি ভোটার।

তিন প্রদেশেই ট্রাম্প সহজে জয় পেয়েছেন। আগামী ৫ মার্চ আমেরিকার ১৫টি প্রদেশে রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচন রয়েছে। সেই ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করছে। ওই দিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াইয়ে ট্রাম্পের পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে যাবে। এর আগে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাডা, দক্ষিণ ক্যারোলিনার মতো প্রদেশে জয় পেয়েছেন ট্রাম্প। যদিও দক্ষিণ ক্যারোলিনা নিক্কির ‘ঘরের মাঠ’। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত তিনি ওই প্রদেশের গভর্নর হিসাবে যথেষ্ট জনপ্রিয়তাও অর্জন করেছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ককাসে সেই দক্ষিণ ক্যারোলিনাতেও ট্রাম্পের কাছে নিক্কি হেরে গিয়েছেন।

ট্রাম্পের এF জয়কে মিশিগান রিপাবলিকান পার্টির চেয়ার পিট হোয়েকস্ট্রা ‘অপ্রতিরোধ্য, প্রভাবশালী’ বলে আখ্যা দিয়েছেন।

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...