Saturday, November 1, 2025

বিজেপি ও মোদি সরকারকে একযোগে ক.টাক্ষ সায়নীর

Date:

Share post:

একযোগে বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষ। লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগে সোমবার দক্ষিণ দিনাজপুরের তপনের সভা থেকে একযোগে বিজেপি ও মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সায়নী ঘোষ (Sayoni Ghosh)।

প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানকে কটাক্ষ করে জনগর্জন সভার প্রস্তুতিতে তপনের সভা মঞ্চ থেকে সায়নী ঘোষ বলেন মন কি বাত করলে হবে না – মন কি বাত বুঝতে তো হবে, আমরা মা-বোনদের মন বুঝি। মনিপুর, উন্নাও ঘটনার প্রসঙ্গ তুলে মোদি সরকারের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে এদিন সায়নী ঘোষ বলেন বাংলার মানুষ জানে লাভ ছাড়া ক্ষতি নেই – দিদি ছাড়া গতি নেই।

১০০ দিনের কাজের টাকা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আটকে রাখা নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এদিন আক্রমণ শানান সায়নী ঘোষ। সভাস্থলে উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে সায়নী ঘোষ বলেন একসাথে জনহুঙ্কার দিতে হবে, বুঝিয়ে দিতে হবে – কিসনে কিতনা হে দম। বিজেপিকে এদিন সায়নী ঘোষ গানের সুরে কটাক্ষ করে বলেন ভোট আসলেই বিজেপি বলে ভালোবাসি – ভালোবাসি আর ভোট দেওয়ার পর – কোথা কোথা খুজেছি তোমায়।

তপনের চৌরঙ্গীতে অনুষ্ঠিত জনগর্জন সভার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অর্পিতা ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল ও চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরিশ সরকার।

 

spot_img

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...