Wednesday, December 3, 2025

সুদীপের বাড়িতে চায়ের নিমন্ত্রণে যাচ্ছেন! দল নিয়ে কী বললেন কুণাল

Date:

Share post:

সকাল থেকে দলের হয়ে তাপস রায়ের (Tapash Ray) বাড়িতে দৌত্য করতে গিয়েছিলেন। আর সেই সময়ই না কি তাঁকে দল থেকে চিঠি পাঠানো হয়েছে। এদিকে আবার সন্ধেয় তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) বাড়িতে তাঁর চায়ের নিমন্ত্রণ। সেখানেও যাবেন তিনি। তবে, এখনও দলের তরফে আসা চিঠি পড়ে দেখার সময় হয়নি। সোমবার একের পর এক ঘটনায় যখন তোলপাড় রাজ্য রাজনীতি তখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানালেন তৃণমূলের (TMC) প্রাক্তন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন সকালেই তাপস রায়ের সঙ্গে কথা বলতে যান কুণাল ঘোষ আর ব্রাত্য বসু (Bratya Basu)। অভিযোগ, সেই সময়েই কুণালকে হোয়াটসঅ্যাপ করে চিঠি পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। কিন্তু ব্যস্ততার করাণে সেই চিঠি পড়ে উঠতে পারেননি বলে জানান কুণাল। একই সঙ্গে তিনি জানান, কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে সন্ধে ৭টায় চায়ের নিমন্ত্রণ করেছেন। তিনি সেটা গ্রহণ করেছেন।

দলের পাঠানো চিঠির বিষয় কী? কুণাল জানান, তিনি গান শুনছিলেন। ’’আমার চিঠিটা পড়া হয়নি। আমি গান শুনছিলাম।’’ পাশাপাশি তিনি জানান, সকাল থেকে হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ এসেছে, কিন্তু তাঁর পড়া হয়নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণালের সরস জবাব, ‘‘বান্ধবী অনেক দিন পর টিভিতে দেখেছেন। হোয়াটসঅ্যাপ করেছেন।’’

বিগত কয়েকদিনের কোনও কথার উল্লেখ না করে কুণালের মন্তব্য, ‘‘সুদীপদা সিনিয়র নেতা। তিনি ডেকেছেন। আমি সৌজন্য দেখাতে যাব।’’ এই পরিস্থিতিতে সুদীপের বাড়ির চায়ে পে চর্চা-তেই নজর সবার।




spot_img

Related articles

এসআইআর আতঙ্কে তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ! হাওড়ায় অসুস্থ বিএলও

এসআইআর সংক্রান্ত চাপে একই দিনে দুটি মর্মান্তিক ঘটনা ঘটল রাজ্যে। কোচবিহারের তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী হলেন এক গৃহবধূ, অন্যদিকে...

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...